ভারত
পুলওয়ামায় জঙ্গি বনাম ভারতীয় সেনাদের গুলির লড়াই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৩, সোমবার, ১০:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
১৪ই ফেব্রুয়ারি ২০১৯ সাল। এই পুলওয়ামার জমি রক্তে লাল হয়েছিল জঙ্গি হানায় নিহত ভারতীয় সেনাদের রক্তে। পুলওয়ামার বদলা ভারত নেয় বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইকে। তিন বছরের ওপর পুলওয়ামা শান্ত ছিল। রোববার দিনভর এবং সোমবার সকালেও জম্মু ও কাশ্মীরের এই উপত্যকা কেঁপে উঠছে গুলির শব্দে। ঘুসপেট করতে চাওয়া পাক জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই। মুহুর্মুহু আওয়াজে কেঁপে উঠছে পুলওয়ামা। তিন বছর বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে পাক জঙ্গিদের অনুপ্রবেশ। তারই পরিণতিতে এই গানফাইট। পুলওয়ামার লারও ও পারিগ্রামে চলছে এই গুলির লড়াই। ঘুসপেট যে পুরোদমে শুরু হয়েছে তার প্রমাণ ছড়িয়ে আছে রাজউরিতে, কুলগাও তে। রাজউরিতে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশকে যৌথ অভিযানে নামতে হয় জঙ্গি দমনে। কুলগাওতে তিন সেনা কর্মী মৃত হয় পাক অনুপ্রবেশকারী জঙ্গিদের দ্বারা। তিন বছর পরে ফের সেনাবাহিনী সন্ত্রস্ত পাক জঙ্গিদের নিয়ে।