ভারত
লোকসভা থেকে সাসপেন্ড কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১১ আগস্ট ২০২৩, শুক্রবার, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে লোকসভা থেকে সাসপেন্ড হলেন কংগ্রেস এর দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস এর সভাপতি অধীর চৌধুরী অনাস্থা বিতর্কে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন মনিপুর নিয়ে তাঁর নীরবতার কারণে। কিন্তু, তার জন্যে অধীর চৌধুরীকে সাসপেন্ড হতে হয়নি। তাহলে কেন তিনি সাসপেন্ড হলেন? আসলে অধীর চৌধুরী তাঁর মোদি সম্পর্কিত ভাষণে একটি জায়গায় মোদির সঙ্গে পলাতক বিদেশে গ্রেপ্তার হওয়া শিল্পপতি নীরব মোদির তুলনা টেনেছিলেন। আর এই কারণেই সাসপেন্ড হতে হল অধীর চৌধুরীকে। প্রথমে লোকসভার কার্যবিবরণী থেকে তাঁর বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা। তারপর বিজেপির সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি অধীর চৌধুরীকে সাসপেন্ড করার দাবি তোলেন। স্পিকার সেই দাবির সঙ্গে সহমত হয়ে চলতি বাদল অধিবেশনের শেষ দিন পর্যন্ত সাসপেন্ড করেন। অধীর অবশ্য সংসদীয় কমিটির কাছে তাঁর সাসপেনশন এর সিদ্ধান্ত ফের বিবেচনার আবেদন জানাতে পারবেন।