ভারত
কংগ্রেসকে আক্রমণ বিজেপির, চীন টাকা দিচ্ছে রাহুল গান্ধীর দলকে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৭ আগস্ট ২০২৩, সোমবার, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
রাহুল গান্ধী মঙ্গলবার অনাস্থা বিতর্কে অংশ নেবেন- এই কথা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই সোমবার রাত থেকেই বিজেপির আক্রমণ শুরু হয়ে গেছে। নিউ ইয়র্ক টাইমস-এর একটি রিপোর্ট উদ্ধৃত করে বিজেপি দাবি করছে যে, কংগ্রেসকে চীন টাকা জোগাচ্ছে ভারতে তাদের হয়ে প্রচার চালানোর জন্য।
সম্প্রতি নিউজক্লিক নামের একটি ওয়েবসাইট-এর পাশে এসে দাঁড়িয়েছে কংগ্রেস। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে দাবি করেন, নিউজক্লিক চীনের টাকায় চলে। তাদের প্রচারের অঙ্গ হচ্ছে নিউজক্লিক। এই ওয়েবসাইটটি নিরন্তর চীনের হয়ে প্রচার করে চলে। এদের পাশে দাঁড়ানোর অর্থই হলো কংগ্রেসেরও চীনের মদত পাওয়া। আর একটি মহলের বক্তব্য, রাহুল গান্ধীর সঙ্গে চীনের সম্পর্ক খুব ভালো। চীনের রাষ্ট্রদূত নিয়মিত যোগাযোগ রাখেন তার সঙ্গে। রাহুলের চীন যোগের অর্থই হলো ভারত বিরোধিতা। রাহুল তাই করে চলেছেন।