ভারত
মণিপুরে অস্ত্রাগার লুট
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ৫ আগস্ট ২০২৩, শনিবার, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

মণিপুরে দাঙ্গার ৯০তম দিনে বৃহস্পতিবার ইন্ডিয়ান রিজার্ভ ফোর্স এর অস্ত্রাগারে যে লুন্ঠনটি হয় তা এ যাবৎ ঘটা সব অস্ত্র লুটের ঘটনাকে ছাপিয়ে গেছে। মণিপুর পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব সিং খোয়া যাওয়া অস্ত্রের বিবরণ দিয়ে বলেন, লুন্ঠনকারীরা লাইট মেশিনগান পর্যন্ত লুট করে নিয়ে গেছে। কিভাবে সুরক্ষিত অঞ্চলে জনতা ঢুকলো তাই নিয়ে বিস্ময় প্রকাশ করেন রাজীব সিং। লুন্ঠনকারীরা সেদিন সকাল পৌনে দশটা নাগাদ ছোট ছোট গাড়িতে প্রায় তিনশো জনতা ইন্ডিয়ান রিজার্ভ ফোর্সের ক্যাম্পের সামনে পৌঁছায়। বাকিরা পৌঁছায় পায়ে হেঁটে। আন্দোলন যে সংগঠিত ছিল পরের ঘটনা তার প্রমাণ দেয়। মেয়েদের সামনে রেখে লুন্ঠনকারীরা শোভাযাত্রা করে মূল ফটকে পৌঁছায় এবং রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে পাহারাদারদের সঙ্গে। ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৩২৭ রাউন্ড গুলি বর্ষণেও জনতা দমেনি। তাদের কাছে ক্যাম্পের ম্যাপ ছিল। তারা অস্ত্রাগারে পৌঁছে যায় এবং বৃহত্তম লুন্ঠনের ঘটনাটি ঘটায়।
পাঠকের মতামত
Wishing independent Monipur.
জনতা যখন রুখে দাঁড়ায় এবং বুঝতে পারে তাদের আর হারানোর কিছু নাই, তখন পরিস্থিতি এমনই হয়, তথাকথিত নেতা ও দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা যদি তা বুঝতো !!!
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]