ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

ভারত

মণিপুরে অস্ত্রাগার লুট

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৩, শনিবার, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

মণিপুরে দাঙ্গার ৯০তম দিনে বৃহস্পতিবার ইন্ডিয়ান রিজার্ভ ফোর্স এর অস্ত্রাগারে যে লুন্ঠনটি হয় তা এ যাবৎ ঘটা সব অস্ত্র লুটের ঘটনাকে ছাপিয়ে গেছে। মণিপুর পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব সিং খোয়া যাওয়া অস্ত্রের বিবরণ দিয়ে বলেন, লুন্ঠনকারীরা লাইট মেশিনগান পর্যন্ত লুট করে নিয়ে গেছে। কিভাবে সুরক্ষিত অঞ্চলে জনতা ঢুকলো তাই নিয়ে বিস্ময় প্রকাশ করেন রাজীব সিং। লুন্ঠনকারীরা সেদিন সকাল পৌনে দশটা নাগাদ ছোট ছোট গাড়িতে প্রায় তিনশো জনতা ইন্ডিয়ান রিজার্ভ ফোর্সের ক্যাম্পের সামনে পৌঁছায়। বাকিরা পৌঁছায় পায়ে হেঁটে। আন্দোলন যে সংগঠিত ছিল পরের ঘটনা তার প্রমাণ দেয়। মেয়েদের সামনে রেখে লুন্ঠনকারীরা শোভাযাত্রা করে মূল ফটকে পৌঁছায় এবং রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে পাহারাদারদের সঙ্গে। ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৩২৭ রাউন্ড গুলি বর্ষণেও জনতা দমেনি। তাদের কাছে ক্যাম্পের ম্যাপ ছিল। তারা অস্ত্রাগারে পৌঁছে যায় এবং বৃহত্তম লুন্ঠনের ঘটনাটি ঘটায়। সেদিন লুট হয়েছে- ২৯৩টি রাইফেল, একটি এ কে-৪৭ রাইফেল, তিনটি ঘটক রাইফেল, পঁচিশটি ইনসাস, ১৯৫টি কারবাইন, তিনটি মর্টার, একটি লাইট মেশিন গান, ১২৪টি এইচ জি, পঁচিশ টি বুলেট প্রুফ জ্যাকেট, ৮১টি স্মোক বম্ব, ১২৫টি বেয়ানেট এবং ষোলো হাজার কার্টুজ। কার্যত বিনা রক্তপাতে এই অস্ত্রাগার লুন্ঠন সাম্প্রতিক কালের বৃহত্তম বলে চিহ্নিত হতে পারে।         
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status