ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

সিলেটকে নিয়ে আনোয়ারের স্বপ্ন

ওয়েছ খছরু, সিলেট থেকে
২ জুলাই ২০২৩, রবিবার
mzamin

দীর্ঘ দশ বছর পর সিলেটের নগর পিতার দায়িত্ব পেয়েছে আওয়ামী লীগ। সরকার ক্ষমতায়। অথচ সিলেট নগরের কর্তার পদটি হাতছাড়া। সেই ব্যর্থতার গ্লানি মুছে দিলেন যুক্তরাজ্য থেকে উড়ে আসা আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। ২১শে জুন তিনি বিজয়ের মালা গলায় পরেছেন। এখন তার দিকেই তাকিয়ে সবাই। আনোয়ারও দিয়েছেন সিলেট উন্নয়নের প্রতিশ্রুতি। এখন দেখার পালা আনোয়ার কী করেন। তবে এখনো মসনদে বসতে পারেননি তিনি। প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেটে প্রথম ঈদ উদ্যাপন করলেন তিনি।

বিজ্ঞাপন
ঈদের ছুটিতে তিনি সিলেট উন্নয়ন নিয়ে নানা কথা বলেছেন মানবজমিনের সঙ্গে। বলেছেন; সিলেটকে নিয়ে তার স্বপ্নের কথাও। কেমন পরিকল্পনা নেবেন এমন প্রশ্নের জবাবে আনোয়ারুজ্জামানের সহজ উত্তর; ‘১০ কিংবা ২০ বছরের পরিকল্পনা নয়, অন্তত ৫০ বছরের পরিকল্পনা নিতে চাই। এই নগরকে রক্ষা করতে হলে শত বছরের পরিকল্পনা নেয়া প্রয়োজন।’ 

তিনি বলেন, সিলেট নগরে দুটি প্রধান সমস্যা হচ্ছে; জলাবদ্ধতা ও যানজট। এ দুটি সমস্যা সমাধানে প্রথমেই কাজ করতে চান। জলাবদ্ধতার সমস্যা সমাধানে তিনি সুরমা নদীর খনন চান। একইসঙ্গে জনগণের মধ্যেও গণজাগরন চান। সমস্যা দুটি সমাধানের বিষয়ে তিনি বলেন, দুটি সমস্যা সমাধান করা সহজ হবে না। তবে মহাপরিকল্পনা নিতে হবে। আমাদের হাওর ও জলাশয়ে হাউজিংসহ নানা স্থাপনা হয়েছে। এ কারণে পানি থাকার জায়গা নেই, লোকালয়ে উঠে আসে। নগরের মধ্যখান দিয়ে প্রবাহিত সুরমা নদীতে পানি ধারণের জায়গা করতে হবে। এ ছাড়াও খালকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। একইসঙ্গে ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক করতে হবে এবং স্বল্পমেয়াদি ধারণা নিয়ে সেটি করলে হবে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে প্রধান কাজ। যানজট নিরসনে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বলেন, আগে সিলেট শহরের ট্রাফিক সিগন্যাল ছিল। এখন নেই। সবার সঙ্গে আলোচনা করে পথ বের করতে হবে। এজন্য সবার আন্তরিকতার প্রয়োজন হবে।

 আনোয়ার বলেন, দুর্যোগপ্রবণ সিলেট নগরে কেবল যানজট ও জলাবদ্ধতাই বড় সমস্যা নয় এখানে ভূমিকম্প জোনেরও অবস্থান। অগ্নিকাণ্ডেও ক্ষয়ক্ষতি হয়। এ দুটি প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করতে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার কথা বলেন। জানান, দুর্যোগ মোকাবিলায় ৪২টি ওয়ার্ডে তিনি ভলান্টিয়ার টিম তৈরি করবেন। প্রয়োজনে এক হাজার তরুণ নিয়ে তিনি ভলান্টিয়ার টিম তৈরি করবেন এবং তাদের ট্রেনিং দেয়া হবে।

সিলেটের যোগাযোগব্যবস্থার উন্নয়নে তিনটি বিষয়ের মধ্যে দুটি বিষয়কে প্রাধান্য দিতে চান। রেলপথে হাই-স্পিডের ট্রেন চালু করতে তিনি উদ্যোগ নেয়ার কথা জানান। একইসঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে এয়ারপোর্ট হাবও করতে চান। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে। মানবজমিনের সঙ্গে প্রবাসী বিনিয়োগ নিয়ে কথা বলেন সিলেটের এই নবনির্বাচিত মেয়র। তার মতে; সিলেটে প্রবাসীরা নানা সমস্যায় জর্জরিত। এরমধ্যে বেশির ভাগই হচ্ছে ভূমি সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। এরপর বৃটেনসহ বিশে^র বিভিন্ন দেশে থাকা নতুন প্রজন্মকে সিলেট সম্পর্কে আগ্রহী করতে পারলেই প্রবাসী বিনিয়োগ বাড়বে এবং সিলেটের নানা খাতে প্রবাসীরা বিনিয়োগ করবেন। এজন্য প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনা হবে চ্যালেঞ্জ। এদিকে আনোয়ার ঘোষিত আমার সিলেটে এখন আন্তর্জাতিক ফোকাসে রয়েছে। এজন্য সিলেটের আইসিটিকে তিনি এগিয়ে নিতে চান। বিশেষ করে কোম্পানীগঞ্জে থাকা আইসিটি পার্ককে সক্রিয় করার চেষ্টা করবেন। যদি এও না হয় তাহলে নতুন করে আইসিটি নিয়ে চিন্তাভাবনা করবেন। 

তবে সিলেট নগরে ওয়াইফাই জোন স্থাপন ও সিসিটিভি ক্যামেরার আওতায় খুব দ্রুতই আনা হবে বলে জানান। আউটসোর্সিংয়ে নিয়োজিত থাকা ৫০ হাজার উদ্যোক্তার জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি চান। আনোয়ার বলেন, নগরের মানুষ আমার ওপর আস্থা রেখেছেন। আর আমার আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের মানুষ এবারের নির্বাচনে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছেন। সুতরাং আমার বিশ^াস আগামী নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতায় আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটের উন্নয়নে যা প্রয়োজন সবই করবেন। এ কারণে তিনি তার নির্বাচনী ইশতেহারে যে ২১ দফা ঘোষণা দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণে সর্বাত্মক কাজ করবেন। আনোয়ার জানান, আগামী ৫ বছর পর হয়তো আমি নির্বাচন না-ও করতে পারি। কিন্তু সিলেট শহরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। তিনি যে স্বপ্ন দেখেছেন, সেটি বাস্তবায়ন হলে সিলেট উন্নত দেশের একটি শহরের আদতে গড়ে উঠবে বলে জানান তিনি।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status