ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

একটি দল ছাড়া অন্য দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে

স্টাফ রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

বর্তমান পরিস্থিতিতে একটি দল ছাড়া অন্য দলের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। ভবিষ্যতে বড় দলগুলো স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। যেভাবে চলছে, ভবিষ্যতে বড় রাজনৈতিক দলের বাইরে কেউ টিকতে পারবে না। স্বাধীনভাবে রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন রওশনপন্থি জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ। গতকাল রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে রওশনপন্থি জাতীয় পার্টি দাবদাহে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলের কর্মসূচি ঘোষণা করা হয়। আজ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট  মিলনায়তনে একটি পরিচিতি সভা হওয়ার কথা ছিল। ফিরোজ রশীদ বলেন, এই তীব্র তাপপ্রবাহে জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক সভা-সমাবেশ করা তামাশার শামিল বলে আমরা মনে করি। তাই পরিচিতি সভা স্থগিত করে গতকাল থেকে পাঁচ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ১০টি স্থানে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে আমরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে। 

সাবেক এই মন্ত্রী আরও বলেন, ব্যাংকগুলো যেভাবে মার্জ হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো মার্জ হয়ে যেতে পারে। দেশের যে অবস্থা বিরাজ করছে, আপনারা সব দেখছেন।

বিজ্ঞাপন
নতুন করে কিছু বলার নেই। আমরা যারা রাজনীতি করি, আমরা জনগণের জন্য রাজনীতি করি। কিন্তু এখন কী চলছে? জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতি ইঙ্গিত করে কাজী ফিরোজ রশীদ বলেন, বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির সামনে আর কোনো রাজনীতি নেই। এজন্য জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের প্রতি মানুষের আস্থা নেই। রাজনীতি নিয়ে অপরাজনীতি চলছে। এভাবে রাজনীতি শূন্য হলে দেশ ও রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাবে। রওশনপন্থি দলের মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, জনদুর্ভোগ এবং কষ্টের সময় রাজনীতি চলে না। জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। তাই তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রথম কাজ। সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন এইচএম এরশাদ। আমরা তার আদর্শ অনুসরণ করে দল করছি। এখন আমাদের চেয়ারম্যান হচ্ছে বেগম রওশন এরশাদ। আমরাই মূল স্রোত। আপনারা দেখতে থাকুন, অচিরেই বুঝতে পারবেন লাঙ্গল কার? বেগম রওশন এরশাদের নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নুরু, জাহাঙ্গীর আলম পাঠান, কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভ রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পরে বিজয়নগরে পথচারীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন দলের নির্বাহী চেয়ারম্যানসহ অন্যরা।

পাঠকের মতামত

রাজনীতিতে দুই শ্রেণী মানুষের সংখ্যা বেড়েছে। ১. জালেম সন্ত্রাসী। ২. ভীত কাপুরুষ। এই দুই শ্রেণীর বাইরে যারা আছেন তার প্রকৃত দেশ প্রেমি মজলুম।

শাজিদ
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ২:৩৩ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status