ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বন্ধুত্বের ফাঁদে ফেলে বিবস্ত্র অবস্থায় ভিডিও করে ব্ল্যাকমেইল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৮ এপ্রিল ২০২৪, রবিবার
mzamin

চট্টগ্রাম নগরীতে  বন্ধুত্বের ফাঁদে ফেলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬শে এপ্রিল) রাতে  বায়েজিদ থানাধীন রূপনগর আবাসিক এলাকার আদনান ভিলার তৃতীয় তলার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- চান্দগাঁও থানার পুরাতন চাঁন্দগাঁও এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. আসিফ (২৩), একই এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. মোরশেদ (২৯), রাউজান থানার উরকির চর এলাকার মৃত গোলাম শরীফের ছেলে মো. শরীফ (৪০), চন্দনাইশ থানার হাজিরপাড়ার এলাকার আব্দুল করিমের ছেলে মো. আবুল হাসেম (৩৫), ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকার মৃত হাজী কবির আহাম্মদের ছেলে মো. নাসির উদ্দিন (৩৯), রাউজান থানার উরকির চর এলাকার মনির আহম্মদের মেয়ে জেসমিন আক্তার (৪০), বাঁশখালী থানার পুকুরিয়া চা-বাগান এলাকার নুর হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (২৬)।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা  বলেন, আসিফ নামে এক যুবকের সঙ্গে গত তিন/চার দিন আগে ইমুতে পরিচয় হয় শ্রীকান্ত শীল নামে এক শিক্ষার্থীর। পরিচয় থেকে তৈরি হয় বন্ধুত্ব। এক পর্যায়ে আসিফ শ্রীকান্তকে তার সঙ্গে দেখা করতে বলে। দেখা  করতে শ্রীকান্ত গত বৃহস্পতিবার রাত ৮টায় রূপনগর আবাসিক গেটের সামনে গেলে আসিফ কৌশলে তাকে আদনান ভিলার তৃতীয় তলার একটি বাসায় নিয়ে যায়। সেখানে আগে থেকে আরও চার জন পুরুষ ও দুই মহিলা উপস্থিত ছিল। তিনি বলেন, ভিকটিম শ্রীকান্ত বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তাকে মারধর করে তার ফোন ও পকেটে থাকা প্রায় দেড় হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর তাকে বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করে এবং তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে না পারায় তাকে বাসা থেকে বের করে আবাসিক এলাকার গেট থেকে একটি সিএনজিতে তুলে দেয়।

বিজ্ঞাপন
পরে ওই যুবক থানায় অভিযোগ করলে গতকাল রাতে আদনান ভিলার ওই বাসায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. আরমান নামে আরও এক যুবককে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের  বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

মনির আহম্মদের ছেলে জেসমিন আক্তার?????? বাঁশখালী থানার পুকুরিয়া চা-বাগান এলাকার নুর হোসেনের ছেলে ফাতেমা খাতুন??????

Md nurul karim
২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ৮:৫১ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status