ভারত
আর ডলারে নয়, বাংলাদেশ-ভারতের আমদানি-রপ্তানি হবে রুপি ও টাকায়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৫ মাস আগে) ২০ জুন ২০২৩, মঙ্গলবার, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন

নিঃশব্দ বিপ্লব বোধহয় একেই বলে! আগামী সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশ ডলারের দাসত্ব মুক্ত হচ্ছে। সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশ আমদানি-রপ্তানি করবে ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকায়। এলসি খোলার ক্ষেত্রে তবুও চীনের মুদ্রা ইয়েন ব্যবহার করা যেতে পারে। কিন্তু ডলার একেবারেই নয়। প্রস্তাবটি ছিল ভারত সরকারের, বাংলাদেশ তা সানন্দে গ্রহণ করে। এতদিন পর্যন্ত রুপি ডলারে পরিবর্তিত করে তা ভারতের টাকায় রূপান্তরিত করা হত, ভারতও ঠিক সেইভাবে টাকা ডলারে পরিবর্তন করে বাংলাদেশ রুপিতে পরিবর্তন করতো। এর ফলে সর্বনিম্ন ছ শতাংশ রুপি কিংবা টাকা ক্ষতি হচ্ছিলো বাংলাদেশ কিংবা ভারতের। নতুন ব্যবস্থায় যেহেতু সরাসরি রুপি থেকে টাকা বা টাকা থেকে রুপিতে কনভার্ট করার ব্যবস্থা থাকছে তাই কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন যে, তাঁরা টাকা পে কার্ড নামে একটি ডেবিট কার্ড নিয়ে আসছেন যার দ্বারা টাকা কিংবা রুপি তুলতে পারবে মানুষ। তিনি বলেন, ডলার বিলোপ হওয়ার ফলে উপকৃত হবেন চিকিৎসা করাতে যাওয়া মানুষ, ছাত্ররা এবং অবশ্যই ব্যবসায়ীরা।
পাঠকের মতামত
প্রথম কথা হলো টাকার মান রুপির কাছে আরও হারাবে ২য় হলো ডলারকে পরাজিত করা সহজ নয়
ডাহা মিথ্যা কথা কোন সন্দেহ নাই।
ভালো উদ্যোগ।এতে বলার সংকট হ্রাস পাবে।
এটা একটা খুব খারাপ সিদ্ধান্ত।অনেক আত্মঘাতী সিদ্ধান্তের সাথে আরো একটি যোগ হলো।
এখানে লেখক খুব উল্লসিত ! কারণঃ বাংলাদেশ ও ভারত তথাকথিত ডলারের দাসত্ব থেকে মুক্ত হচ্ছে বলে !!! অথচ ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি প্রবল। এখানেও আখেরে ভারতের লাভ হবে। ভারতীয় রুপি'র আন্তর্জাতিক বাজারজাতকরণের একটি উর্বর ভূমি হতে যাচ্ছে বাংলাদেশ ............
যেখানে ভারতের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোন কাজ তারা করবে না।এখানে মুলতঃ রুপির আন্তর্জাতিক মান বৃদ্ধির টেস্ট এন্ড ট্রায়াল হচ্ছে। রাশিয়ার সঙ্গে তারা একই কাজ করতে চেয়েছিলো তবে রাশিয়ান মুদ্রার ব্যাপক দরপতন হয় দেখে সরে আসছে কিন্তু আমরা তা পারবো না!!
Bangladesh has no benefit
Good news for Bangladesh, dollar use করা যাবে যদি ডলার রিজার্ভ যদি পর্যাপ্ত থাকে
ভারতের সঙ্গে বাংলাদেশের বানিজ্য ঘাটতি পাহাড় সম । বানিজ্যের অনুপাত ১ঃ১৩ ।এখন যদি ১২০০ কোটি ডলারের পন্য রুপি দিয়ে কিনতে হয় তাহলে আমাদের ডলার ভাঙ্গিয়ে রুপি কিনতে হবে । এই ১২০০ কোটি ডলারের পন্য টাঁকা দিয়ে কেনা যাবেনা , রুপি দিয়ে কিন তে হবে । যদি তাই হয় তবে লোকসানের পাল্লাটা আমাদের জন্য অনেক ভারী হবে । যদিও উল্লসিত নিবন্ধকার ব্যাপার টা খোলাসা করেন নি ।
How much transection nation want to know. 1 taka= 1.2 or 1.15. Cause we can't believe friendship husband and wife.
আমরা অর্থনীতিবিদ নই এ বিষয়ে অর্থ নীতিবিদরা ভাল বলতে পারবেন। তবে আমার মনে হয় আমাদের টাকার আরো অবমূল্যায়ন হবে এতে করে টাকা হুন্ডিতে পাচার হওয়ার প্রবনতা বাড়বে।
1 Taka = 1 Rupee kina eta poriskar kora dorkar....
আমদানি রপ্তানির ভাসসম্ম্যহিন। এখানে ডলার বেচে রুপি নিতে হবে। এই কথা সাংবাদিক জানে নাকি জেনেও চেপে গেলেন?
এই ব্যবস্থা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রতিবেশি রাষ্ট্রগুলোর সাথে এটা করা গেলে সুবিধা হবে বলেই মনে হয়। চীনের সাথেও যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের পরিধি বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে চীনের সাথেও এ ব্যবস্থা করা যেতে পারে। সরকার সে উদ্যোগ গ্রহণ করলে জনগণ উপকৃত হবে বলে মনে হয়।
পুরো চুক্তিটা জনগণকে জানান,,, কতটা বাস্তবসম্মত সেটাও জনগণ জানুক
আমেরিকার ডলার কারসাজি বন্ধ করার একমাত্র উপায় মিউচুয়েল মুদ্রা বিনিময়ের মাধ্যমে প্রতিবেশীদের মধ্যে ব্যবসা বাণিজ্য। তাতে সঃকট দূর হবে অত্যন্ত ভাল উদ্যোগ । তাতে কোন সন্দেহ নাই।
রুপি এবং ইযেন যদি চালু রাখা যায় দুর্নীতি কমবে ও চীন আর ভারত যদি আমাদের পাশে থাকে, তাহলে দেশে নব জাগরণ তৈরি হবে। দেশ অপশাসন থেকে মুক্তি পাবে।
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]