ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

বেক্সিমকো পেলো জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার

স্টাফ রিপোর্টার
১৮ জুন ২০২৩, রবিবার

ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার দেয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে  দেশের আরও ৪০টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ৪১টি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এদিকে শিল্পখাতে অবদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে টেকনোমিডিয়া লিমিটেডকে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার দেয়া হয়েছে। এ সময় টেকনোমিডিয়া লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ। টেকনোমিডিয়া সারা দেশে এটিএম বুথ, নোট সটিং মেশিন, নোট বাইন্ডিং মেশিন, ব্যাংকিং সফ্টওয়্যার, অনলাইন চেক ক্লিয়ারিং সফ্টওয়্যার ও ব্যাংকগুলোতে নিজস্ব সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে নিরাপদে নগদ টাকা সরবরাহ করে। প্রতিষ্ঠানটি দেশের ৮০ শতাংশ এটিএম সেবা দিচ্ছে ।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে প্রথম পুরস্কার পেয়েছে এইচএমসিএল নিলয় বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ও বিএসআরএম স্টিলস। ওষুধ শিল্পে প্রথম পুরস্কার পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এছাড়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দ্বিতীয় ও সাইনোভিয়া ফার্মা তৃতীয় পুরস্কার পেয়েছে। সিরামিকে শেল্টেক সিরামিকস প্রথম, মীর সিরামিকস দ্বিতীয় ও ডিবিএল সিরামিকস তৃতীয় পুরস্কার পেয়েছে। টেক্সটাইল ও স্পিনিং শিল্পে প্রথম পুরস্কার পেয়েছে কোটস বাংলাদেশ। মতিন স্পিনিং মিলস দ্বিতীয় ও সিম ফেব্রিক্স তৃতীয় পুরস্কার পেয়েছে। আর তৈরি পোশাক শিল্পে প্যাসিফিক জিন্স প্রথম এবং স্নোটেক্স আউটারওয়্যার দ্বিতীয় স্থান অর্জন করেছে। খাদ্যে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ প্রথম ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এগ্রোপ্রসেসিং পণ্যে আব্দুল মোনেম সুগার রিফাইনারি পেয়েছে প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার পেয়েছে প্রাণ ডেইরি। 

সেবা খাতে পুরস্কার পেয়েছে আইটিএস ল্যাবটেস্ট বাংলাদেশ ও মীর আক্তার হোসেন লিমিটেড। প্লাস্টিকে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ও অলপ্লাস্ট বাংলাদেশ, চামড়া খাতে লেদার ফরচুন সুজ পুরস্কার পেয়েছে। মাঝারি শিল্প ক্যাটাগরির খাদ্য খাতে ইস্পহানি ফুডস পেয়েছে প্রথম পুরস্কার। দ্বিতীয় অবস্থানে রয়েছে আরলা ফুডস বাংলাদেশ। একই ক্যাটাগরির টেক্সটাইল ও স্পিনিং খাতে মাসকো পিকাসো, সেবা খাতে ফেয়ার ডিস্ট্রিবিউশন, প্লাস্টিকে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, ইস্পাত ও প্রকৌশল শিল্পে গঙ্গা ফাউন্ড্রি পেয়েছে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার। টেক্সটাইল ও স্পিনিংয়ে মাসকো ওভারসিজ, এগ্রোপ্রসেসিং পণ্যে প্যারামাউন্ট এগ্রো; চামড়া খাতে কুসুম কলি শু ফ্যাক্টরি; মাইক্রো শিল্প ক্যাটাগরিতে এ.কে. হাউজিং; কুটির শিল্পে আয়োজন, হাসান হস্তশিল্প; রাষ্ট্রায়ত্ত শিল্পে খুলনা শিপইয়ার্ড, প্রগতি ইন্ডাস্ট্রিজ ও যমুনা ফার্টিলাইজারকে পুরস্কার দেয়া হয়েছে। এছাড়া ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status