খেলা
সৌদি লীগের মৌসুম সেরা একাদশেও নেই রোনালদো
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৯ জুন ২০২৩, শুক্রবার, ৪:২৫ অপরাহ্ন
সৌদি আরবে অভিষেক মৌসুমটা খুব একটা ভালো কাটেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যক্তিগত পারফর্মেন্সে কিছুটা আলো ছড়ালেও তার দল আল নাসর কাটিয়েছে শিরোপাবিহীন মৌসুম। সৌদি প্রো লীগে দ্বিতীয় আর কিংস কাপ ও সুপার কাপে বিদায় নেয় শেষ চার থেকে।
মৌসুম শেষে দেখা যাচ্ছে ব্যক্তিগত পারফর্মেন্সও কোনো অর্জন নেই রোনালদোর। সৌদি প্রো লীগের মৌসুম সেরা একাদশে জায়গা পাননি তিনি। এই পর্তুগিজ তারকার ক্লাব আল নাসর থেকে সুযোগ পান দুইজন।
গত বছরের আগস্টে শুরু হয় সৌদি লীগের এবারের মৌসুম আর রোনালদো মাঠে নামেন চলতি বছরের শুরু থেকে। এবারের মৌসুমে ৩০ ম্যাচের মতো ১৬ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। যেখানে আল নাসরের হয়ে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ গোল করেন এই পর্তুগিজ সুপার স্টার। লীগে যেটা পঞ্চম সর্বোচ্চ। শুধু রোনালদো নয় এই একাদশে জায়গা হয়নি লীগে সর্বোচ্চ ২১ গোল করা আল ইত্তিহাদের আবদেররাজ্জাক হামাদুল্লাহরও।
এই একাদশটা বানিয়েছে ফুটবলের তথ্যপঞ্জি নিয়ে কাজ করা অপটা অ্যানালিস্ট। রোনালদোর পজিশনে তারা রেখেছে লীগে তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করা আল হেলালের ইঘালোকে।