ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সিরাজুল আলম খান লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক

(৩ মাস আগে) ৯ জুন ২০২৩, শুক্রবার, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৪৪ অপরাহ্ন

mzamin

রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এই তথ্য জানিয়ে বলেন, ওনার অবস্থা আশঙ্কাজনক। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

তিনি বলেন, এতদিন তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু দিন দিন তার শারীরিক অবস্থা আরও অবনতি হচ্ছে। মাঝেমধ্যে শরীরে জ্বর বেড়ে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান। এরপর চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
প্রসঙ্গত, ষাটের দশকের প্রথমার্ধে সিরাজুল আলম খান ও আরও কয়েকজন ছাত্রলীগ নেতার উদ্যোগে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়।

বিজ্ঞাপন
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সাল ছাত্রলীগ ভেঙে দুই ভাগ হয়। এ সময় সিরাজুল আলম খানের নেপথ্য নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ প্রতিষ্ঠা হয়। ১৯৬৩, ১৯৭৬ ও ১৯৯২ সালে তিনি রাজনৈতিক কারণে কারারুদ্ধ হন।

পাঠকের মতামত

রাজনীতির ডামাঢোলে পড়ে ঊনি হারিয়েই গেছেন। লেখক মহীউদ্দীন আহমেদের বইয়ে ছাত্রলীগের গোড়াপত্তনের নায়ক এই কীর্তিমান পুরুষ সম্পর্কে পড়ে আরও জানার অনেক আগ্রহ ছিল। কিছুই জানা হবে না হয়ত আর কোনদিন! এই কালের আ লীগকে আমি মনে প্রাণে ঘৃণা করি, কিন্তু যতই হোক নিজের দেশের, নিজের জন্মপরিচয় জানার আগ্রহ কার না থাকে! মতিউর রহমান চৌধুরী স্যারদেরকেই আমি দায়ী করব এই ব্যর্থতার জন্য। আমাদের জানানোর দায়িত্ব আপনাদেরই ছিল। ঊনার একটা আত্মজীবনী ছাপানো আমাদেরই দায়িত্ব ছিল। আফসোস!

মোহাম্মদ
৯ জুন ২০২৩, শুক্রবার, ১২:১১ পূর্বাহ্ন

Let every Bangladeshi pray for this major player of Bangladesh liberation. He took instructions from Bangabandhu and translated to the students and all segments of Bangladesh society. His advice were heed by Bangabandhu. May Allah give him complete Sheefah. I remember 17 th December, 1971 when he arrived In Dhaka and we met him. He stayed with me and I miss our intellectual exchanges of political views. May Allah give him total Sheefah .

Syed Iqbal Haider
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫৯ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status