ঢাকা, ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

মেয়ের জামাইও ভিআইপি!

স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৯:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১২ অপরাহ্ন

mzamin

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র মেয়ের জামাতাকে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অনেকে বিস্ময় প্রকাশ করে বলছেন- ক্ষমতার এ কেমন অপব্যবহার!

হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর সূত্র বলছে, মন্ত্রী বা যেকোনো ভিআইপি’র সঙ্গে পরিবার অর্থাৎ স্ত্রী, ছেলে-মেয়ে এই সুবিধা পেয়ে থাকেন। জামাতা এই সুযোগ প্রাপ্য নন। সূত্রের দাবি, অতিসম্প্রতি একজন মন্ত্রীর জামাতা এ সুযোগ নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা পাননি। 

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) ড. অমিতাভ চক্রবর্তী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি’র মেয়ের জামাতা মোহাম্মদ মাহফুজুর রহমান আগামী ৯ই জুন ২০২৩ তারিখে বিকাল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনস (ফ্লাইট নম্বর ইকে-৫৮৬)যোগে দুবাই হতে ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

বর্ণিত অবস্থায় উপরোক্ত ব্যক্তিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতিসহ প্রটোকল অফিসার মশিউর রহমানকে কাস্টমস ব্যাগেজ, ইমিগ্রেশন এবং বিমানবন্দরের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের জন্য বোর্ডিং ব্রিজ পাশ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

প্রটোকল কর্মকর্তা সংশ্লিষ্ট বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
 

পাঠকের মতামত

আমি মনে করি এটা মোটেও ক্ষমতার অপব্যবহার নয়। কারণ জামাইও বলতে গেলে ১০০% সন্তানের মতোই, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। কোন কিছু গভীরভাবে উপলব্ধি না করে অহেতুক হাউকাউ করা ঠিক নয়। একজন মন্ত্রী হিসেবে তার এ ধরনের ফ্যাসিলিটি গ্রহণে আমাদের আপত্তি থাকা বাঞ্ছনীয় নয়। তবে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সে কোন সম্পদ গড়ছে কিনা সেটাই হলো দেখার বিষয়, সেটাতেই থাকতে হবে আপত্তি ও আপোষহীন। ধন্যবাদ।।

Md ShahParan
১৬ জুন ২০২৩, শুক্রবার, ১০:৫৯ পূর্বাহ্ন

This is the example of misuse of power.

MD.IFTEKHAR AHMED CH
১৫ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১:২০ পূর্বাহ্ন

পৃথিবীর সর্বক্ষেত্রে অবসর নেওয়ার ব্যবস্থা থাকে ৬০- ৬৫ বছর বয়সের পরে সর্বক্ষেত্রে অবসর নেওয়ার বিধান থাকে কিন্তু রাজনীতিবিদরা অতি লোভের বশীভূত হয়ে লাইফটাইম মানে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতাসীন থাকতে ভালোবাসেন, এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন অবসর জীবন যাপনের বয়স অথচ তিনি এখনও প্রধানমন্ত্রী হিসেবে দিব্যি বসে আছেন, আর এতে করে এখন তাহার দ্বারা যে কোন রাষ্ট্রীয় কাজ সঠিকভাবে সম্পন্ন করা‌ সম্ভব হচ্ছে না, তার মন্ত্রিসভার অনেক সদস্য ঘৃণিত অনেক কুকর্ম করে বেড়ায় অথচ তিনি সেই মন্ত্রিসভার সদস্যকে জবাবদিহি করেন না, এই প্রতিবেদন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোজাম্মেল হক তার মেয়ের জামাইকে ভি আই পি প্রটোকল দেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষে অফিসিয়াল লেটার পাঠিয়েছে যা একটি জঘন্য অপরাধ তুল্য এবং সম্পূর্ণ বেআইনি ও নিন্দাজনক, কিন্তু এই ধরনের ব্যবহারের পরেও তিনি কথিত মন্ত্রীকে একবারও জিজ্ঞাসাবাদ করেননি তিনি যেন ক্ষমতার নেশায় বুধ হয়ে আছেন, মনে হয় কে কি করছে কি না করছে তা দেখাও উনার বিষয় নয়, উনার আগে পিছে শুধু জি আপা জি ম্যাডাম জি নেত্রী চাটুকারিতা করলেই তিনি খুশি, আর তার কাছে চাটুকারদের জন্য সাত খুন মাফ, আমরা স্বাধীনতার পক্ষের শক্তির সদস্য হিসেবে বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য এমপি ও অন্যান্য নেতৃবৃন্দের এই ধরনের কুকর্মকে মনেপ্রাণে ঘৃণা করি এই জন্য যে এইসব কর্ম স্বাধীনতা যুদ্ধে আত্মহতি দেওয়া ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোন ের ইজ্জতের সাথে এক ধরনের বেইমানি করা, তাই আমাদের চাওয়া অনতিবিলম্বে এই ধরনের জংলি আচরণগুলো বন্ধ করা হোক তাতে করে অন্তত জনগণের সামনে মুখ দেখানো সম্ভব হবে।

HM Babul Chowdhury
১২ জুন ২০২৩, সোমবার, ৯:৩৬ পূর্বাহ্ন

কয়েক দিন আগে দেখলাম পুলিশের হারুন সাহেবকে নিয়ে মানুষ দের মন্তব্য করতে, আবার এখন দেখছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর জামাই কে নিয়ে পড়ল। এইসব ভাদাম্যা জাতীয় মানুষ দের কি কাজ নাই? এরা কি সারাদিন এইসব নিয়ে পড়ে থাকে?

Tulip
১০ জুন ২০২৩, শনিবার, ১২:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশ অনেক কিছুই হয়, যা বিশ্বের কোন দেশেই হয় না। কারন ক্ষমতা......

ম ম রহমান
৯ জুন ২০২৩, শুক্রবার, ৭:৩১ অপরাহ্ন

ওদের বাড়ির সুইপার'ও ভি ভাই পি।

Mohiuddin molla
৯ জুন ২০২৩, শুক্রবার, ৩:১১ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ওই সময়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের খবর আছে!!! হয়ত বদলীও হতে পারে। ভিওআইপি কে ঠিকঠাক সন্মান দিতে জানে না,,,,, কিন্তু ব্যাপার হলো ইদানিং অনেক নব্য ধনী ও দুস্কৃত রাজনীতিবিদরা ঘন ঘন দুবাই আসা-যাওয়া করছে। কথিত আছে নাকি এরা স্বর্ণ ও হুন্ডি টানাটানির জন্য এই রুট ব্যবহার করছেন। এখন মন্ত্রীর জামাতা কেন আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি সুবিধা নিয়ে লাগেজ পার করার চেষ্টা করছেন, , , , , , তার উত্তর সংশ্লিষ্ট মন্ত্রী ও তার ভিআইপি জামাতা ভালো বলতে পারবে!!!

কামরুল হাসান সুমন
৯ জুন ২০২৩, শুক্রবার, ১২:২৩ পূর্বাহ্ন

This is what Liberation War was fought for! I wish I knew it before. I now hate myself.

nasir uddin
৯ জুন ২০২৩, শুক্রবার, ১২:১০ পূর্বাহ্ন

প্রটোকল কর্মকর্তা কি মন্ত্রণালয়ের? তিনি মন্ত্রণালয়ের হলে মন্ত্রীর জামাতাকে সঙ্গ দিতে তিনি যাবেন কেন? বিমান বন্দরে নির্ধারিত চার্জ প্রদান করে কিছু সেবা গ্রহণ করা যায়। জামাই বাবাজি সেই সুবিধা নিতে পারে।

তপু
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫৮ অপরাহ্ন

মেয়ে জামাই তো দূরের কোথায় এদের চাকর বাকর ও ভি আই পি।

Riaz
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১১:৪৮ অপরাহ্ন

কি যে বলেন ভাই, এদের মেয়ের জামাই এর কথা বাদ দেন। এদের দারোয়ানের মেয়ের জামাইও সরকারি বিবেচনায় ভি, আই, পি । আমাদের বিগত রসিক রাস্ট্রপতী তার মালিকেও ভি, আই, পি প্রোটকলে সিংগাপুর ঘুরিয়ে এনেছেন। সেই ফর্মুলায় মোজাম্মেল সাবেও তো অনেক কিছু পারেন। পারেন না?

Siddq
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩৩ অপরাহ্ন

মেয়ের জামাই তো তবুও অনেক কাছের লোক। উনাদের চৌদ্দ গুষ্টি ভিআইপি। রেলমন্ত্রীর শালার কাহিনী ভুলি নাই । তাও বৌ'য়ের চিরকুটে রিজার্ভ স্লিপিং বার্থ বরাদ্দ বিনা টিকিটে।

Kazi
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১০:২৯ অপরাহ্ন

শশুর মন্ত্রী আর জামাই সম্মানিত হবে না এটা ঠিক না। সে-তো পরিবারের অংশ। মেয়ে ভি আই পি হবে জামাই হবে না? তা হয়না। প্রয়োজনে আইন সংশোধন করা হোক।

আমীমুল ইহসান
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১০:১২ অপরাহ্ন

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতিসহ প্রটোকল--- আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ! হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!

Amir
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৯:০০ অপরাহ্ন

14 gusti shubidha voog kortase, power exercise kortase?

wow
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৮:২৬ অপরাহ্ন

Looks like in BD there is a new elite class is born for those having certificates for participating in the liberation war. I do not believe those who fought and died for the noble cause, thought about such class society. They fought for equality and justice for the whole society.

SAIFUL SARKER
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৩:৫৯ অপরাহ্ন

This is leagues kingdom, subjects have no say. Just suck it up people.

Harunur Rashid
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১২:৫১ অপরাহ্ন

আরে এ জামাইতো সতের কোটি মানুষেরই জামাই সেক্ষেত্রে জামাইবাবাজি একটু বেশি আদর পেতেই পারেন তাতে দোষটা কোথায় আবার দোষটা কোথায় হোল?

আনিস উল হক
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১০:৪২ পূর্বাহ্ন

Son in the law of the minister is more important than the minister. So he should use the VVIP terminal. They own the country and we should just accept it. People who use Dhaka Airport know about all the misuse of the VVIP terminal. Ministers, MPs, and their assistants, police officer, defense personnel, government supporter business people use that terminal. Not sure why this is news.

Aronno Hassan
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১০:২৫ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status