অনলাইন
মেয়ের জামাইও ভিআইপি!
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৯:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১২ অপরাহ্ন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র মেয়ের জামাতাকে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অনেকে বিস্ময় প্রকাশ করে বলছেন- ক্ষমতার এ কেমন অপব্যবহার!
হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর সূত্র বলছে, মন্ত্রী বা যেকোনো ভিআইপি’র সঙ্গে পরিবার অর্থাৎ স্ত্রী, ছেলে-মেয়ে এই সুবিধা পেয়ে থাকেন। জামাতা এই সুযোগ প্রাপ্য নন। সূত্রের দাবি, অতিসম্প্রতি একজন মন্ত্রীর জামাতা এ সুযোগ নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা পাননি।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) ড. অমিতাভ চক্রবর্তী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি’র মেয়ের জামাতা মোহাম্মদ মাহফুজুর রহমান আগামী ৯ই জুন ২০২৩ তারিখে বিকাল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনস (ফ্লাইট নম্বর ইকে-৫৮৬)যোগে দুবাই হতে ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বর্ণিত অবস্থায় উপরোক্ত ব্যক্তিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতিসহ প্রটোকল অফিসার মশিউর রহমানকে কাস্টমস ব্যাগেজ, ইমিগ্রেশন এবং বিমানবন্দরের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের জন্য বোর্ডিং ব্রিজ পাশ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রটোকল কর্মকর্তা সংশ্লিষ্ট বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।