খেলা
লিভারপুলে মৌসুমের প্রথম দিন থেকে খেলতে চান ম্যাক অ্যালিস্টার
স্পোর্টস ডেস্ক
৯ জুন ২০২৩, শুক্রবার
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে কার্যকরী ভূমিকায় ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিশ্বকাপে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করা এই মিডফিল্ডার প্রিমিয়ার লীগের সদ্য শেষ হওয়া মৌসুমেও দেখান দারুণ ছন্দ। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে নান্দনিক পারফরম্যান্সের সুবাদে অ্যালিস্টার নজরে আসেন লিভারপুলের। আর অ্যানফিল্ডের সদস্য হয়ে বিশ্বজয়ী তারকা বললেন, স্বপ্ন পূরণ হয়েছে তার।
৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করে অ্যালিক্সস ম্যাক অ্যালিস্টারকে দলে ভিড়িয়েছে লিভারপুল। অলরেডদের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। গতকাল অ্যালিস্টারকে সাইন করার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে লিভারপুল। সেখানে বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এখানে এসে দারুণ লাগছে। আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’
নতুন মৌসুম শুরু হতে এখনো সময় আছে।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাক অ্যালিস্টার। আসরে একটি করে গোল এবং অ্যাসিস্টে আর্জেন্টিনার শিরোপা জয়ের মিশনে অবদান রাখেন তিনি। প্রিমিয়ার লীগে ৬ষ্ঠ স্থান অর্জন করে ইউরোপা লীগের পরবর্তী আসরে জায়গা করে নেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। দলটির হয়ে ৩৫ ম্যাচ খেলে ১০ গোল করেন অ্যালিস্টার। সতীর্থদের দিয়ে করান ২ গোল।
ম্যাক অ্যালিস্টার বলেন, ‘বছরটা আমার জন্য অসাধারণ ছিল। বিশ্বকাপ জিতেছি। ব্রাইটনের হয়েও দারুণ কিছু অর্জন করেছি। তবে এখন সময় হচ্ছে লিভারপুলকে নিয়ে চিন্তা করা। আমি চেষ্টা করব আরও ভালো খেলোয়াড় হওয়ার। পাশাপাশি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টাও থাকবে আমার।’ ম্যাক অ্যালিস্টারকে ভেড়ানো প্রসঙ্গে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘আমরা একজন প্রতিভাবান, স্মার্ট, কৌশলী একজন ফুটবলারকে দলে ভিড়িয়েছি। এটা আমাদের জন্য দারুণ খবর।’