খেলা
কাউন্টি ক্রিকেটকেও তাসকিনের ‘না’
স্পোর্টস রিপোর্টার
৭ জুন ২০২৩, বুধবার
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) গত বছর লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসিকন আহমেদ। জাতীয় দল তখন দক্ষিণ আফ্রিকা সফরে। আইপিএলের ডাকে তাই সাড়া দিতে পারেননি তাসকিন। টাইগার পেসার এবার ‘না’ বলে দিলেন ইংলিশ কাউন্টি খেলার প্রস্তাবেও। ইংলিশ কাউন্টির দল ইয়র্কশায়ার কিছু ম্যাচের জন্য দলে নিতে চেয়েছিল তাসকিনকে। কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাবটা তার কাছে আসে বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ও বর্তমানে ইয়র্কশায়ারের প্রধান কোচ ওটিস গিবসনের মাধ্যমে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপের বছরে তাসকিনকে বাইরের লীগে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। শুধু তা-ই নয়, চোটের ঝুঁকি এড়াতে তাকে দীর্ঘ পরিসরের ক্রিকেটেই না খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এ বিষয়ে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘হ্যাঁ ইয়র্কশায়ার তাকে (তাসকিন) চেয়েছিল। কিন্তু আমরা ‘না’ করে দিয়েছি।
বিশ্বকাপের বছরে সে ইংল্যান্ডে লাল বলের ক্রিকেট খেলুক এটা আমরা চাই না।’ চোট থেকে ফেরা এই পেসারকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেওয়া হলেও খুব প্রয়োজন ছাড়া তাকে না খেলানোরই কথা।
একজন ক্রিকেটারের বিশ্বজুড়ে ঘরোয়া বড় টুর্নামেন্টে ডাক পেয়েও খেলতে না পারার দুঃখটা বোঝেন নির্বাচক হাবিবুল বাশার। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘এটা তার (তাসকিন) জন্য হতাশাজনক। এর আগে আইপিএলে (লখনৌ) ও পিএসএলে (মুলতান সুলতানস) খেলার প্রস্তাব পেয়েছিল কিন্তু সে তা গ্রহণ করতে পারেনি। কিন্তু এটাও বুঝতে হবে সে আমাদের ‘ট্রাম্প কার্ড’ এবং বিশ্বকাপ সামনে রেখে আমরা কোনো ঝুকি নিতে পারি না।’ বাশার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই সে বিশ্বজুড়ে টুর্নামেন্টগুলো খেলুক কিন্তু চোট থেকে ফেরা একজন ক্রিকেটারকে নিয়ে আমাদের বেশি সতর্ক থাকা দরকার। ’