খেলা
বাফুফে নয়! মহসিনের পাশে দাঁড়িয়েছে বিসিবি
স্পোর্টস রিপোর্টার
(৩ মাস আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সাবেক জাতীয় দলের গোলরক্ষক মোহাম্মদ মহসিনের একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে অসুস্থ, রুগ্ন মহসিন খাবার খাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায় অসুস্থ মহসিন সব হারিয়ে এখন মানসিক ভারসাম্যহীন। সাবেক এই জাতীয় তারকার অবস্থা দেখে তার পাশে দাঁড়ানোর কথা বলেছেন সতীর্থরা। এবার মহসিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ যাদের সবার আগে মহসিনের পাশে দাঁড়ানোর কথা সেই ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও মহসিনের খোঁজ নেয়নি।
দাম্পত্য কলহের পর সংসার ভেঙে যাওয়া, জমিজমা বেদখল হওয়া এবং অর্থসংকটসহ শারীরিক অসুস্থতা মিলে সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মহসিন। যে কারণে তিনি রাজধানীর একটি বাসায় মানবেতর জীবনযাপন করছেন। মহসিনের ছোট ভাই কোহিনুর পিন্টু জানান ‘২০১৩ সালে তার সংসার ভেঙে যায়। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ২০১৪ সালে তিনি কানাডা থেকে দেশে ফিরে আসেন। খেলোয়াড়ি জীবনে যে টাকা উপার্জন করেছিলেন তা দিয়ে সাভারে জমি কিনেছিলেন।
মহসিন দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডানে অধিনায়কত্ব করলেও শুরুটা করেছিলেন সাদা-কালোদের হয়ে। সেই মোহামেডান ক্লাবও মহসিনের পাশে দাঁড়ানোর কথা বলেছে। সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে সবার সুখ-দুঃখে দৌড়ে যান সাবেক ফুটবলার আব্দুল গাফফার। মহসিনের ব্যাপারে তিনি বলেন, ‘মহসিন বাংলাদেশের ফুটবলের অন্যতম তারকা। দেশের প্রতি তার অসংখ্য অবদান। আমরা সাবেক কয়েকজন খেলোয়াড় মিলে তার সুস্থতার বিষয়ে কাজ করব’।
সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে সোমবার রাতেই বিসিবি’র পক্ষ থেকে অসুস্থ মহসিনের ছোট ভাই কোহিনুর পিন্টুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন নিজে কথা বলেছেন মহসিনের সঙ্গে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে নিজামউদ্দিন বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি অসুস্থ তারকা ফুটবলার মহসিন ভাইয়ের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমরা তার পাশে থাকতে চাই। তার চিকিৎসার সমুদয় ব্যবস্থা করার চেষ্টা করবো। বিসিবির পক্ষ থেকে মহসিনের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা করা হবে। তার ছোট ভাইকে জানানো হয়েছে, যেখানে তার চিকিৎসা হয়, সেসব কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে এবং বিসিবির পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ চিকিৎসা নিশ্চিতের সম্ভাব্য সবরকম চেষ্টাই থাকবে।’ বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘মহসিন ভাইয়ের যে জমি সংক্রান্ত ব্যাপার আছে, যা বেদখলের অভিযোগও আছে। সেটা পুনরুদ্ধারে বিসিবি সবরকম সহযোগিতা করবে। আমরা এরই মধ্যে বিসিবির লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলেছি। মহসিন ভাইয়ের ছোট ভাইকে কাগজপত্রসহ বিসিবিতে যোগাযোগ করতে বলা হয়েছে। আশা করি মহসিন ভাইয়ের শারীরিক অবস্থা উন্নতির পাশাপাশি তার বেদখল করা জমি পুনরুদ্ধারেও বিসিবি সহায়তা করতে পারবে।’
দুপুর পর্যন্ত বাফুফে থেকে আনুষ্ঠানিক ভাবে মহসিনের পাশে দাঁড়ানোর কথা শোনা যায়নি। তবে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘প্রেসিডেন্ট সাহেব ব্যক্তিগতভাবে মহসিনের পাশা দাঁড়ানোর চেষ্টা করছেন। এ বিষয়ে জানানোর জন্য সংবাদ মাধ্যমকে ডেকেছেন স্যার।’
বিসিবি যে কাজটা করছে, সেটা আসলে করার কথা বাফুফের জানিয়ে সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন চুন্নু বলেন, ‘আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা একজন ফুটবলারের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন। আর ধিক্কার জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। যারা একজন ফুটবলারের এমন দুরবস্থা দেখেও নিশ্চুপ থাকে।’ বাফুফের বর্তমান কিছু ইস্যু সামনে তুলে এনে চুন্নু আরও বলেন, ‘আসলে ফুটবল ফেডারেশন যারা চালাচ্ছে তাদের লজ্জা নেই। নইলে এতোসব কেলেঙ্কারির পরও তারা কিভাবে গদি আগলে সেখানে বসে থাকে।’
পাঠকের মতামত
বিসিবি এবং বি এফ এফ একটি জয়েন্ট একাউন্ট করুক। প্রতি মাসে 200000 টাকা করে জমা করা হোক । পুরো টাকাটাই এফডিআর আকারে থাকুক। বছর শেষে 24 লক্ষ টাকা দাঁড়াবে। পাঁচ বছর পর তা গিয়ে দাঁড়াবে এক কোটি টাকার উপর। তারপর আপনারা চিন্তা করুন ওই টাকা দিয়ে কি করা যায়। উভয় ফেডারেশনের আর্থিকভাবে গরিব ও দুর্বল খেলোয়ারদেরকে সাহায্য করুন। কারো কাছে হাত পাততে হবে না।ধন্যবাদ।
বাফুফের কি হলো। জাতীয় দলের ফুটবল খেলোয়ার মহসিন একনামে যাকে চিনে। তার চিকিৎসার ব্যয়ভার বাফুফের বহন করার কথা। সেখানে বিসিবি এগিয়ে এলো। বাফুফে হলে অবশ্যই ভালো হতো। বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ। মহসিনের বিকাশ নম্বর দিলে খারাপ হত না। হয়তো এতদিনে তার চিকিৎসার টাকা উঠে যেত।
বিসিবির এই উদারতার জন্য আমার অন্তর থেকে ধন্যবাদ।