ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

অভিযোগের জবাব দিতে দুদকে সাবেক মেয়র জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ১০:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৪ অপরাহ্ন

mzamin

 অবৈধ সম্পদ অর্জন ও প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাতের দুদকের দায়ের করা অভিযোগের জবাব দিতে গাজীপুরের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হয়েছেন। জাহাঙ্গীরের আইনজীবী  এডভোকেট সাজ্জাদ উল ইসলাম মানবজমিনকে বলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর নির্দেশনা অনুযায়ী আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দুদকে হাজির হয়েছেন। আমরা  জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের দায়ের করা মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতির চেয়ে আবেদন করেছি।

গত ২১শে মে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

গত ২৩শে মে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফা তলব করে চিঠি দেয়  দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশে  ৬ ও ৭ই জুন তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। সে অনুযায়ী তিনি আজ এসেছেন।

এর আগে বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ, ভুয়া ব্যাংক হিসাবে টাকার অবৈধ লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীর আলমকে পাঠানো নোটিশে ২১ ও ২২শে মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। ২১শে মে তিনি সময়ের আবেদন করেন। দুদক তার আবেদন মঞ্জুর করে আজ আসতে বলেছিলেন।
দুদকের উপপরিচালক আলী আকবরের নেতৃত্বে দুটি আলাদা অনুসন্ধান টিম জাহাঙ্গীর আলমকে তলব করেন। দুই টিমের অপর দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক আলিয়াজ হোসেন ও আশিকুর রহমান।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

ক্ষমতায় থাকলে বলতো না যে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ? এখন ক্ষমতার বিপরীতে মিথ্যা অভিযোগ।

khokon
৬ জুন ২০২৩, মঙ্গলবার, ১২:০০ পূর্বাহ্ন

দুদকলীগ হয়রানী

tespi
৫ জুন ২০২৩, সোমবার, ১১:২৫ অপরাহ্ন

সরকার বিরোধী হলেই বিপদ?

shah Alam-ITP
৫ জুন ২০২৩, সোমবার, ১০:০২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status