ভারত
রেলের তদন্তে অন্তর্ঘাতের নিশ্চয়তা, সিবিআই খুঁজবে কে বা কারা?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৯ অপরাহ্ন

ভারতীয় রেলের তদন্তে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম ট্যাম্পারিং করাই করমন্ডল দুর্ঘটনার কারণ বলে সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তাই, সিবিআইয়ের হাতে এই তদন্ত তুলে দেয়া হয়েছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খুঁজে বের করার জন্য। একটি পেশাদার এজেন্সি ছাড়া এই কাজ অসম্ভব বলেই সিবিআইকে আনা হয়েছে। ভারতীয় রেল ভবনের একটি সূত্র উদ্ধৃত করে দিল্লি থেকে প্রকাশিত সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া এই খবর ছেপেছে। সিবিআই সোমবার বিকেল থেকেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে। দিল্লি থেকে বিশেষ একটি টিম পৌঁছেছে বালেশ্বরে। বাহানাগা বাজারের কেবিন তারা পরীক্ষা করেছে। এই কেবিনের কাজকর্ম পর্যবেক্ষণের জন্য রাখা সিসিটিভির ফুটেজও তারা পরীক্ষার জন্য নিয়ে গেছে। রেলের অনুমান সিসিটিভির এই ভিডিওতেও ট্যাম্পারিং করা হয়ে থাকতে পারে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ইন্টারলকিং সিস্টেম এতটাই মজবুত যে তা বিকল হলে সব সিগন্যালই লাল হয়ে যাবে এবং সব ট্রেন লাইনে দাঁড়িয়ে যাবে।
পাঠকের মতামত
রেল স্টেশন এর কর্মকর্তা কর্মচারীদের গাফিলতির জন্য ২৮৮ জনের মৃত্যু ও ৬৫০ জন আহত। যা এর সঙ্গে সংশ্লিষ্ট খবর থেকে পরিষ্কার । তাদের এত বড় গাফিলতি কে ধামাচাপা দিতে ও জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এসব পাঁয়তারা চলছে । যদি নাশকতা করেই থাকে রেলের কর্মকর্তা জড়িত ।