খেলা
সবসময় প্রস্তুত মুশফিক হাসান
স্পোর্টস রিপোর্টার
৬ জুন ২০২৩, মঙ্গলবার
জাতীয় দলে ডাক পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। বিশেষ করে টেস্ট দলে প্রমাণের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে লম্বা সময় নিজেকে প্রমাণও দিতে হয়। কিন্তু মুশফিক হাসানের জন্য বিষয়টি অনেকটাই ব্যতিক্রম। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ৭ মাসে জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তার অভিষেক হবে কিনা সময়ই বলে দেবে। তবে আপাতত মুশফিকের চাওয়া জাতীয় দলে ডাক পাওয়া যেন প্রথমবারেই আটকে না থাকে।
পেশাদার ক্রিকেটে ছাপটা রাখতে শুরু করেছেন, যার অল্পদিনে মাথায় বড়সড় চমক। জাতীয় দলে ডাক পেয়ে কেমন অনুভব করছেন এই ডানহাতি তরুণ পেসার? তিনি বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানোর মতো না। এটার জন্যই এতো কষ্ট করা। অপেক্ষায় ছিলাম, আল্লাহ্ জাতীয় দলে সুযোগ করে দিবেন। সেটা হয়েছে।
তবে চমক হলেও আগে থেকেই খানিক ধারণা পেয়েছেন মুশফিক। আর সেটা ‘এ’ দলের সিরিজ চলাকালীনই। তিনি বলেন, ‘যখন ‘এ’ দলের হয়ে সিলেটে ছিলাম তখন স্যাররা (নির্বাচক) বলেছিলেন, প্রস্তুত হয়ে থাকবা আর সুস্থ থাকবা। নিজের যত্ন নিবা। আমি সবসময় প্রস্তুত। আমার সুযোগ যখনই আসবে আমি আমার সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করবো। ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলেছি সেভাবে খেলার চেষ্টা করবো।’