খেলা
অটুট থাকবে রোনালদোর যে ৬ রেকর্ড
স্পোর্টস ডেস্ক
৬ জুন ২০২৩, মঙ্গলবারএক যুগেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নান্দনিক পারফরম্যান্সে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। গড়েছেন অসংখ্য রেকর্ড। পর্তুগিজ সুপারস্টারের অর্জনের তালিকায় এমন ৬টি রেকর্ড রয়েছে, যা হয়তো কখনও কেউ ভাঙতে পারবে না।
টানা ৬ মৌসুম ন্যূনতম ৫০ গোল
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে রেকর্ডটি গড়েছিলেন পর্তুগিজ সুপারস্টার। ২০১০-১১ থেকে ২০১৫-১৬ পর্যন্ত টানা ছয় মৌসুম রোনালদোর গোলসংখ্যা ছিল যথাক্রমে ৫১, ৬০, ৫৫, ৫১, ৬১ এবং ৫১। এই রেকর্ডে পর্তুগাল অধিনায়কের ধারে কাছে কেউ নেই। রোনালদোর প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি টানা ৬ মৌসুমে ৫০+ গোল তো দূরের কথা, ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬ মৌসুমে ৫০ বা তার বেশি গোল করতে পারেননি।
চ্যাম্পিয়নস লীগের ৭ মৌসুমে ন্যূনতম ১০ গোল
চ্যাম্পিয়নস লীগের একমাত্র খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ৭ মৌসুমে ন্যূনতম ১০টি করে গোল করেন। ২০১১-১২ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত নিজে রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদকে চারটি চ্যাম্পিয়নস লীগ ট্রফি জেতান পাঁচটি ব্যালন ডি’অর পুরস্কারের মালিক। চ্যাম্পিয়নস লীগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও রোনালদো, ১৪০ গোল। লিওনেল মেসির ইউসিএল গোলসংখ্যা ১২৯টি।
সর্বোচ্চ আন্তর্জাতিক গোল
২০০৩ সালে পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ক্রিস্টিয়ানো রোনালদোর। এখন পর্যন্ত পর্তুগিজদের হয়ে ১৯৮টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১২২টি। যা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। ইন্টারন্যাশনাল ফুটবল থেকে এখনই অবসরের চিন্তা করছেন না ৩৮ বছর বয়সী রোনালদো। অর্থাৎ, সর্বোচ্চ গোলের রেকর্ডটি আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে তার। আগের রেকর্ডটির মালিক ছিলেন সাবেক ইরানিয়ান স্ট্রাইকার আলী দাইয়ি। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৯টি গোল করেছিলেন তিনি। রোনালদোর প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ১৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০২ গোল নিয়ে তালিকার তিনে রয়েছেন।
টানা ৪ পঞ্জিকাবর্ষে ন্যূনতম ৬০ গোল
ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি টানা ৪ ‘ক্যালেন্ডার ইয়ার’-এ ন্যূনতম ৬০টি করে গোল করেছেন। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে এই কীর্তি গড়েন তিনি। এই চার বছরে রোনালদো গোল করেন যথাক্রমে ৬০, ৬৩, ৬৯ ও ৬১। পর্তুগাল অধিনায়কের এই অনন্য কীর্তিতে ছেদ পড়ে ২০১৫ সালে। সে বছর মাত্র ৫ গোলের জন্য ৬০’র কোঠা ছুঁতে পারেননি রোনালদো। এই রেকর্ডে রোনালদোর ধারে কাছে না থাকলেও এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড লিওনেল মেসির। ২০১২ সালে আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে ৯১ গোল করেছিলেন মেসি।
সর্বোচ্চ ইউরোপিয়ান ‘গোল্ডেন স্যু’
ক্যারিয়ারের সিংহভাগ সময় ইউরোপিয়ান ফুটবলে কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২৩ সালে সৌদি আরবের দল আল নাসর এফসিতে যোগ দেয়ার আগে দীর্ঘ ১৯ বছর ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি লীগ গোলের জন্য সর্বোচ্চ চারবার ‘গোল্ডেন স্যু’ পুরস্কার জেতেন রোনালদো। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার এই পুরস্কার জেতেন পর্তুগিজ সুপারস্টার। এরপর ২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় ছন্দ দেখিয়ে আরও তিনটি গোল্ডেন স্যু জেতেন রোনালদো।
দুই ক্লাবের হয়ে সব শিরোপা জয়
ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে সব শিরোপা জেতার কীর্তি রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের হয়ে ঘরোয়া লীগ, ঘরোয়া কাপ, ডমেস্টিক সুপার কাপ, উয়েফা চ্যাম্পিয়নস লীগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন রোনালদো।
এছাড়াও এই দুই ক্লাবের হয়ে বিশেষ একটি কীর্তি রয়েছে রোনালদোর। ম্যানইউ-রিয়াল উভয় ক্লাবের খেলার সময় একই মৌসুমে ‘প্লেয়ার অব দ্য ইয়ার’, গোল্ডেন বুট এবং ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন তিনি।