খেলা
ডলার সংকটে অনিশ্চিত আর্জেন্টাইন গোলরক্ষকের ঢাকা সফর
স্পোর্টস রিপোর্টার
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২০ অপরাহ্ন

আগামী ৩রা জুলাই ঢাকায় আসার কথা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। ওই রাতটা ঢাকায় থেকে পরদিন যাবার কথা কলকাতায়, যেখানে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেওয়ার কথা এই আর্জেন্টাইন তারকার। নিজেই ফেসবুক পোস্ট করে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন মার্তিনেজ। কিন্তু চলমান ডলার সংকটে অনিশ্চিত হয়ে পড়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের ঢাকা সফর।
এই সফরের উদ্যোক্তা, কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, আইনগত ভাবে ডলার বিদেশে পাঠানোর দীর্ঘসূত্রিতা এবং নানা সরকারি বিধিনিষেধের কারণে বাংলাদেশ সফর বাতিল হয়ে যেতে পারে মার্তিনেজের।
ডলার সংকটের কারণে একেবারে বাতিল না করে ছোট করে হলেও কিছু একটা করতে চাইছেন শতদ্রু। তিনি বলেন ‘এখন দেখি ২০-২৫ হাজার ডলারের ভেতরে একটা গুডউইল লাঞ্চ বা এই জাতীয় কিছু করা যায় কি না। সকালে এলো, যে হোটেলে উঠলো সেখানেই দুপুরে একটা লাঞ্চ এর প্রোগ্রাম, সন্ধ্যার ফ্লাইটে কলকাতা।’
তবে বাংলাদেশে যদি পা রাখেনই মার্তিনেজ, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পরিকল্পনা আছে শতদ্রুর। এ বিষয়ে কলকাতার এজেন্ট বলেন, ‘বাংলাদেশে এলে প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা তো করাতেই হবে, ওটা মাস্ট। চেষ্টা চলছে।’
আগামী ১০ই জুনের মধ্যে সব কিছু পরিষ্কার হবে বলে জানিয়েছেন এই উদ্যোক্তা।
পাঠকের মতামত
বাংলাদেশের প্রধানমন্ত্রী আলুর দরের মত সস্তা যে কেউ ইচ্ছা করলেই দেখা করতে পারেন অথচ প্রাইম মিনিস্টার বিদেশে গেলে প্রটোকল দিয়েও ভিন্ন দেশের মন্ত্রীর সহিত পর্যন্ত দেখা করতে পারেন না। দালালি করে লাঞ্চ করে দেশের পয়সা ওপারে নেওয়ার দরকার কি ?