ভারত
করমন্ডল দুর্ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ, ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৬ অপরাহ্ন

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব করমন্ডল। দুর্ঘটনা নিয়ে ভুবনেশ্বরে রোববার সন্ধ্যায় সিবিআই তদন্তের সুপারিশ করার কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো সিবিআই তদন্ত। ভয়াবহ রেল দুর্ঘটনার পিছনে কোনো মানবিক ষড়যন্ত্র আছে কিনা সিবিআই তার অনুসন্ধান করবে। পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলের সেফটি কমিশনারের নেতৃত্বে রেলের তদন্ত চলবে। রেলওয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্যা জয়া সিনহা রোববার দুর্ঘটনায় নিহত করমন্ডল এক্সপ্রেসের লোকো চালক গুণনিধি মহান্তিকে ক্লিনচিট দিয়েছেন। মৃত্যুর আগে তিনি শেষ কথা বলে গেছেন যে মেইন লাইনে তাঁর সিগন্যাল গ্রিন ছিল। কিন্তু এরপরে ভুল পয়েন্ট সেটিংয়ের জন্যে করমন্ডল এক্সপ্রেস লুপ লাইনে চলে যায় এবং দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে তার তীব্র সংঘর্ষ ঘটে। রেক লাইনচ্যুত হয়। তিনটি রেক আছড়ে পড়ে পাশের লাইনে যাওয়া বেঙ্গালুরু-হাওড়া-যশোবন্তপুর এক্সপ্রেসের ওপর। যার ফলে ওই ট্রেনের দুটি বগিও বেলাইন হয়।
পাঠকের মতামত
ভারতের রেরেলমন্ত্রী জনগণের দৃৃষ্টি তাদের গাফিলতির থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করছে । এই দুর্ঘটনার পর প্রতি মুহূর্তেই আনন্দ বাজার পত্রিকা পড়ছি আপডেট পাওয়ার জন্য। দেখা যায় ক্যাগ কয়েক বছর আগেই সাবধান করেছিল লাইনের ত্রুটি ও পরামর্শ দিয়ে । রেলমন্ত্রী তা অনুসন্ধান করে নি, ত্রুটি দূর করা তো বহু দূর। তিন শ মানুষের মৃত্যুর কারণ রেল মন্ত্রীর দায়িত্ব অবহেলা। তার পদত্যাগ করা উচিত। লজ্জা শরম নাই, ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করছেন।