ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের লীগে বেনজেমা

স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৯ অপরাহ্ন

mzamin

গুঞ্জনই সত্যি হলো। রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দিলেন করিম বেনজেমা। লম্বা সময় ধরে রিয়াল মাদ্রিদে খেলার পর এবার ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়ছেন এই ফরাসি স্ট্রাইকার। গতকাল মৌসুমের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের জার্সিতে বেনজেমার ওটাই শেষ ম্যাচ।

অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে এক বিবৃতি দিয়ে রিয়াল মাদ্রিদ বিষয়টি নিশ্চিত করে। চলতি জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেনজেমার। রিয়ালে তার আরও এক মৌসুম খেলার সম্ভাবনা জোরালো ছিল। কিন্তু চুক্তি নবায়ন করছেন না তিনি। ফ্রি এজেন্টে ছাড়ছেন ক্লাব। 

সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ তাকে দুই মৌসুমের জন্য ৪০০ মিলিয়ন ইউরো বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ফ্রান্স জাতীয় দলকে আগেই বিদায় বলা ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

এক টুইট বার্তায় বেনজেমার আল ইত্তিহাদে যোগ দেয়ার খবর নিশ্চিত করেছেন  দলবদলের অন্যতম নির্ভরযোগ্য তথ্য দেওয়া ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোও।

২০০৯ সালে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন করিম বেনজেমা। মাদ্রিদিস্তাদের জার্সি গায়ে ৬৪৭ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৩৫৩টি। রিয়ালের হয়ে তিনি জিতেছেন চারটি লা লিগা, পাঁচটি চ্যাম্পিয়নস লীগ, চারটি কোপা দেল রে ও পাঁচটি ক্লাব বিশ্বকাপ শিরোপা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status