ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

নয়াপল্টনে সমাবেশে মির্জা ফখরুল

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে

স্টাফ রিপোর্টার
৪ জুন ২০২৩, রবিবার
mzamin

পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন  এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। দ্রুত জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। 

গতকাল নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে থেকে তিনি এ আহ্বান জানান। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমানের সাজা বহাল রাখার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। ফখরুল বলেন, এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। তাদের সময় শেষ। সরকারের পেছনে আজরাইল চলে এসেছে। দ্রুত জনগণের দাবি মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। ক্ষমতাসীনরা সাজা দিয়ে মাঠ খালি করে নির্বাচন করতে চায় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ১ হাজার ৩৭৫টি মিথ্যা মামলায় সাজা দিয়ে নেতাকর্মীদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায় সরকার। যার প্রথম পদক্ষেপ আমান ও টুকুর সাজা। অথচ একই মামলায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহীউদ্দীন খান আলমগীর, নাসিম আসামি।

বিজ্ঞাপন
কিন্তু তারা মুক্তি পেয়ে গেছেন, আর সাজা পান আমান-টুকু। মির্জা ফখরুল বলেন, মামলায় সাজা দিয়ে বিরোধী দলের নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় আওয়ামী লীগ সরকার। এই প্রক্রিয়া শুরু হয়েছিল খালেদা জিয়াকে সাজা দেয়ার মাধ্যমে।

 নেতাদের কারাগারে রেখে নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চায় তারা। কিন্তু তাদের সেই আশায় গুড়েবালি। মানুষ জেগে উঠেছে। নেতাদের সাজা দিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না। চলমান আন্দোলনের শুরু থেকে আমাদের ১৭ জন দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে। নির্যাতন চালাচ্ছেন, মামলা দিচ্ছেন। কিন্তু বিএনপিকে আটকে রাখা যায়নি। এই সরকারকে সরিয়ে দেয়াই বিএনপির সামনে একমাত্র পথ। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার বাজেটের নামে মসকরা করছে দেশের মানুষের সঙ্গে, এটা গরিব মারার বাজেট। এই বাজেটে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থমন্ত্রীর বক্তব্য মসকরা ছাড়া কিছু নয়। বিএনপি মহাসচিব আরও বলেন, মার্কিন ভিসা নীতি জাতি হিসেবে অমর্যাদাকর। এর দায় সরকারকে নিতে হবে। সরকার যে সমাজ ব্যবস্থা তৈরি করেছে, তার জন্য এই ভিসা নীতি দিয়েছে মার্কিনিরা।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের মানুষ জেগে উঠেছে পালানোর পথ পাবে না আওয়ামী লীগ। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৪-৫ দিনের মধ্যে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেবেন মহাসচিব। সরকার মরণ কামড় দেবে টিকে থাকতে। আর আমরাও মরণ কামড় দেবো তাদের বিদায় করতে।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলন এবং নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেপ্তার ও জেলে পাঠানো হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী সপু প্রমুখ বক্তৃতা করেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্তের দিকে: ফখরুল
বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবনভিত্তিক বইমেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আজ বিশ্বের কাছে এই সরকারের ভোট চুরির কর্ম প্রমাণিত হয়েছে। আজ তারাও এদেরকে বিশ্বাস করতে চাচ্ছে না। বিশ্ব জানে এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। এটা আশা করা যায় না। তাই এদেরকে পতন করিয়ে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যে চূড়ান্ত লক্ষ্য তা বাস্তবায়ন করতে হবে। জিয়াউর রহমান ও বিএনপি’র নেতারা যে কাজকর্ম করে থাকে সেটা নিয়ে একটা মিউজিয়াম করার বিষয়ে ভাবনা আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলে শেষ করা যাবে না। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে বলে অখ্যাত। ঠিকই কিন্তু এই অখ্যাত মানুষটাই দেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছেন। যখন জাতি দিশাহারা, তখন তিনি সাহসী কণ্ঠে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন। বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি। আই রিভোল্ট।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status