শেষের পাতা
ইসি’কে নিয়ে সন্দেহ বাবুলের,‘নাটক’ দাবি আনোয়ারের
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৪ জুন ২০২৩, রবিবার
প্রচারণার প্রথমদিনেই উত্তাপ সিলেটে। শামীমাবাদের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আলোচনায় থাকা দুই মেয়রপ্রার্থী। ঘটনাটিকে তেমন কিছু নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এটিকে নিয়ে ‘নাটক’- করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি- ‘সিলেটে নৌকার গণজোয়ার দেখে তারা এসব নাটক করছে। তবে- ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তার দাবি- ‘আমরা কোনো নাটক করিনি। আমাদের নাটক করার কোনো প্রয়োজন নেই। জাতীয় পার্টি সন্ত্রাসী কোনো গোষ্ঠী না, জাতীয় পার্টি সন্ত্রাসী কোনো দল না।’ তিনি জানান- ‘আমাদের কাছে অস্ত্র নেই, আমরা কীভাবে মহড়া দেবো। অস্ত্র তো তাদের কাছে রয়েছে।’ তিনি নির্বাচন কমিশনের উপর সন্দেহ প্রকাশ করে বলেন- আওয়ামী লীগ একটার পর একটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চলেছেন। আমার সন্দেহ আছে; আমি কালকেও নির্বাচন কমিশনকে ফোন দিয়েছিলাম। কিন্তু তারা আমার ফোন ধরেননি। শামীমাবাদের ঘটনা জানানোর জন্য ফোন দিয়েছিলেন বলে জানান বাবুল।’ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার বিষয়টি তুলে ধরে বাবুল বলেন- ‘যেখানে ৫টি এক চোঙ্গার মাইক নিয়ে প্রচারণা চালানোর কথা সেখানে তারা ৪২টি ওয়ার্ডে ৪২টি সিএনজি অটোরিকশা নিয়ে দুই চোঙ্গা দিয়ে মাইক সহ বের করেছে। তারা নির্বাচনী আচরণবিধির কোনো তোয়াক্কা করছেন না। একদম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন বাবুল।’
শুক্রবার বিকালে নগরের শামীমাবাদে তার সমর্থকদের মারধর করা হয়েছে। পরে অভিযোগ করা হয়েছে প্রার্থীর ছেলে গিয়ে মহড়া দিয়েছেন। বাবুল এ বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন- তার ছেলে এসবে নেই। হামলার বিষয়টিকে আড়াল করতে মিথ্যা অভিযোগ উত্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে- গতকাল থেকে সিলেটে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দুপুরে হযরত শাহ্জালালের (রহ:) ও শাহ্পরাণ (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে দরগাহ্ গেইট এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। পরবর্তীতে তিনি হযরত শাহ্পরাণ (রহ:) মাজার জিয়ারত করেন এবং সেখানেও নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এ সময় কেন্দ্রীয় নেতারা তাদের সঙ্গে ছিলেন। প্রচারণাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জানিয়েছেন- ‘দলীয় সভানেত্রীর নির্দেশে তিনি সিলেটে প্রচারণা ও ভোট পর্যবেক্ষণে এসেছেন।
এবার সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামানকে সিলেটবাসী বিপুল ভোটে বিজয়ী করবেন বলে জানান তিনি।’ দুপুরে নগরের বন্দরবাজারের লালবাজার এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এ সময় তিনি কাঁচাবাজার, মাছবাজার সহ কয়েকটি এলাকায় লাঙ্গল প্রতীকে গণসংযোগ করেন। বাবুলের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন- ‘নির্বাচনের সুষ্ঠুু পরিবেশ থাকলে এবার সিলেটের মানুষ লাঙ্গলের পক্ষে জনরায় দেবেন। দু’-একটি ঘটনা ছাড়া সিলেটে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে বলে জানান তিনি।’ সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। তিনি বলেছেন- ‘আমি অতিথি হয়ে আসিনি, বসস্তের কোকিল নই। আমি আমার নিজের আপন শহর হিসেবে সিলেটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ্।’