ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বিসিসি নির্বাচন

মেয়র প্রার্থীসহ বিএনপি’র ১৯ নেতাকর্মীকে শোকজ

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
৩ জুন ২০২৩, শনিবার
mzamin

শেষ পর্যন্ত কঠোর হতে শুরু করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিসিসি নির্বাচনে অংশগ্রহণ করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ ১৯ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা লিখিত আকারে জানাতে বলা হয়েছে। যদিও বিএনপিতে রূপনের কোনো পদ-পদবি নেই। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আহসান হাবিব কামালের পুত্র। গত বৃহস্পতিবার রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ নোটিশ জারি করা হয়।

জানা গেছে, কামরুল আহসান রুপন ছাড়াও কাউন্সিলর প্রার্থী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, শাহ আমিনুল ইসলাম, হারুন অর রশিদ, আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হাওলাদার, মহানগর যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমীন সামাদ, আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা বেগম, রাশিদা পারভীন, জাহানারা বেগম, নগর বিএনপির সাবেক সহ-শিশু বিষয়ক সম্পাদক মো. ইউনুস মিয়া, সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব জিয়াউল হক, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মী মনিরুল ইসলাম, কাজী মোহাম্মদ শাহীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আবদুল্লাহ সাদি, ২৪ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহম্মেদ, ২৬ নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন হাওলাদার ও ৩০ নম্বর ওয়ার্ডে খায়রুল মামুন রয়েছেন এই তালিকায়। 

মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হোয়াটসঅ্যাপে এই নোটিশ পেয়েছেন। তিনি বলেন, দল থেকে আগে আমাকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। ২৬শে মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এই সময়ের মধ্যে বিএনপি থেকে কোনো ধরনের বার্তা দেয়া হয়নি। বিএনপি বার্তা দিলে আমি অবশ্যই নির্বাচনে অংশ নিতাম না।

বিজ্ঞাপন
যেহেতু আমাকে শোকজ করা হয়েছে আমি এর লিখিত জবাব দেবো।

এ বিষয়ে মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সাংবাদিকদের বলেন, বিএনপিসহ সমমনা দলগুলো আওয়ামী সরকারের অধীনে সকল নির্বাচন বর্জন করেছে। অথচ কতিপয় নেতাকর্মীর বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া কষ্টের বিষয়। নির্দেশনা উপেক্ষা করে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও একই সিদ্ধান্ত হয়েছে। বরিশালেও তার ব্যত্যয় হবে না।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status