ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

এজলাসের ভেতরে আইনজীবীদের ওপর হামলা, প্রতিবাদে রাজপথে বিক্ষোভ পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার
২ জুন ২০২৩, শুক্রবার
mzamin

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণকালে আদালত কক্ষে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। গতকাল দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশ’ আইনজীবী অংশ এ সময় তারা সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনের রাস্তায় দাঁড়াতে চাইলে পুলিশ তাদেরকে বাধা ও অশোভন আচরণের অভিযোগ করেন। তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দুপুর ১টায় সুপ্রিম কোর্ট বার ভবন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে কয়েকশ’ আইনজীবী বিভিন্ন লেখাসম্বলিত প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। প্লাকার্ডে লেখা ছিল- ‘কালো কোট আজ রক্তাক্ত, কালো কোট রক্তাক্ত কেন?  আদালত কক্ষে পুলিশ কেন? আইনমন্ত্রী জবাব চাই।’ বেলা সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্ট থেকে মিছিলটি হাইকোর্ট মাজার গেট দিয়ে রাজপথে প্রবেশ করে। বিক্ষোভ মিছিলটি মাজার গেট, কদম ফোয়ারা, জাতীয় ঈদগাহ মায়দান হয়ে সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনের রাস্তায় দাঁড়ায়। পুলিশের পক্ষ থেকে তাদের রাস্তায় দাঁড়াতে নিষেধ করে। এ সময় পুলিশ ও আইনজীবীদের মধ্যে তর্কবিতর্ক ও ঠেলাঠেলি হয়। বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, রমনা জোনের এডিসি হারুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সুপ্রিম কোর্টের প্রধান গেটে আইনজীবীদের সমাবেশ করতে বাধা দেন। পুলিশের বাধা  ও প্রচণ্ড গরম ও তপ্ত রোদ উপেক্ষা করে সুপ্রিম কোর্টের প্রধান গেটে আইনজীবীরা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে আজ গণতন্ত্র ও আইনের শাসন নেই। আজ দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন
সেই জায়গা থেকে আদালতও রক্ষা পায়নি। আদালতের এজলাসের ভেতরে ডুকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা পুলিশ নিয়ে আমাদের আইনজীবীদের নির্বিচারে আহত করেছে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই। আর তার একমাত্র পথ হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। তিনি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার মাধ্যমে আমরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।   সমাবেশে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালতে মারামারি হচ্ছে এবং বিচারও চলছে। প্রধান বিচারপতি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই। লেজুড়বৃত্তি চাই না।

ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বলেন, সরকার নির্বাচনের আগে প্রহসনের বিচার করে তড়িঘড়ি করে একটা রায় দিয়ে তারেক রহমান ও জোবাইদা রহমানকে দেশের মানুষের কাছে ও বিশ্ববাসীর কাছে হেয় করার পাঁয়তারা করছে। আদালতের শত শত মামলা রেখে তারেক রহমান ও জোবাইদা রহমানের মামলায় প্রতিদিন সাক্ষ্য নেয়া হচ্ছে। বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে এ ধরনের নজির নেই। আমরা তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে এই প্রহসনের বিচার বন্ধের দাবি জানাচ্ছি। একইসঙ্গে আইনজীবীদের ওপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

সমাবেশ পরিচালনা করেন আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। বিক্ষোভে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, আইনজীবী আবেদ রাজা, খোরশেদ মিয়া আলম, মোহাম্মদ আলী, রাগীব রউফ চৌধুরী,  আবদুল্লাহ আল মাহবুব, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মো. মাহবুবুর রহমান খান, মাহফুজ বিন ইউসুফ, মো. মু. কাইয়ুম প্রমুখ।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status