শেষের পাতা
করমুক্ত আয় সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত
অর্থনৈতিক রিপোর্টার
২ জুন ২০২৩, শুক্রবারনতুন অর্থবছরের বাজেটে সুখবর রয়েছে করদাতাদের জন্য। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করদাতাদের জন্য একটু স্বস্তির খবর দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন। বার্ষিক আয় তিন লাখ ৫০ হাজার টাকার বেশি হলে তাকে আয়কর দিতে হবে, যা গত বছরে ছিল ৩ লাখ টাকা। বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনো কর দিতে হয় না। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুমোদন পেলে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না। অর্থমন্ত্রী বলেন, করমুক্ত আয়সীমা তিন লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বর্তমানে ব্যক্তির আয়ের প্রথম তিন লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত।
তিনি বলেন, আয়সীমায় পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২০ শতাংশ এবং এর চেয়ে বেশি আয়ের ওপর ২৫ শতাংশ হারে কর আরোপ করা হচ্ছে। মুস্তফা কামাল বলেন, বাজেটে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে আয়সীমা চার লাখ টাকা করার প্রস্তাব করছি। প্রতিবন্ধীদের ব্যক্তি করদাতা সাড়ে চার লাখ থেকে চার লাখ ৭৫ হাজার টাকা করা ও গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা করার প্রস্তাব করছি।
এদিকে বিভিন্ন ধাপের কর হারের মতো ন্যূনতম করের পরিমাণ অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। করমুক্ত সীমার ঊর্ধ্বের আয়ের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ এলাকাভেদে নিম্নরূপভাবে বিন্যস্ত করা আছে অর্থবছরের বাজেটে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৫ হাজার টাকা অন্যান্য সিটি করপোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৪ হাজার টাকা। সিটি করপোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা ৩ হাজার টাকা প্রদান করার হবে।