ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বিপিএল’র চেয়ারম্যান পদ ছাড়ছেন না শেখ সোহেল

স্পোর্টস রিপোর্টার
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
mzamin

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শেখ সোহেল-  গত সপ্তাহে এমনই সংবাদ প্রকাশ হয়েছিল। কিন্তু দৈনিক মানবজমিনকে বিসিবি’র এই প্রভাবশালী পরিচালক জানিয়েছেন তিনি বিপিএলের চেয়ারম্যান পদে থাকছেন। তিনি এই পদ ছাড়ছেন না। তার বক্তব্য ভুলভাবে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ‘আমি বিপিএলের চেয়ারম্যান আছি থাকবো। যে সংবাদটি প্রকাশ হয়েছে বিপিএলের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর তা সঠিক নয়। আমার বক্তব্য ভুল ভাবে ছাপা হয়েছে। আমি বলেছি আমি কিছুটা অসুস্থ্য। আমার শরীরটা খারাপ তাই কিছুদিন বিশ্রামে থাকবো। বিপিএলের কার্যক্রমে আপতত কিছু দিন থাকবো না।

বিজ্ঞাপন
যখন আগামী সিজনের কার্যক্রম শুরু হবে আমি বিশ্রাম থেকে ফিরে আবারো কাজ শুরু করবো। আমি বলেছি আমি কিছু দিন বিশ্রামে থাকতে চাই এর মানে এই নয় যে আমি পদ থেকে সরে দাড়াচ্ছি।’ ২০২৩ এর বিপিএল শুরুর আগে দেশের এই টি-টোয়েন্টি আসরের মান নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান। একটি অনুষ্ঠানে সাকিব বলেছিলেন, বিপিএলের একেবারে যা তা অবস্থা। খেলোয়াড়রা জার্সি পায় না, কে কখন আসছে কখন যাচ্ছে কেউ জানে না। বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রবল সমালোচনাই করেছিলেন সাকিব। প্রশ্ন তুলেছিলেন বিপিএলের মান ভালো করার জন্য কর্তাব্যক্তিরা সৎ মনে কখনো চাননি। সাকিব বলেছিলেন, তিনি দায়িত্ব পেলে এক থেকে দুই মাসের মধ্যেই বিপিএলের সবকিছু ঠিক করে দেবেন।’ 

সকিবের এমন বক্তব্যের পর নড়েচড়ে বসে বিসিবি। সে সময় শেখ সোহেল জবাবে বলেছিলেন, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে (সাকিব) ধন্যবাদ। সাকিব যদি খেলা ছেড়ে আগামী বছর বিপিএলে কাজ করতে চান, তাহলে আমাদের সিইও হিসেবে কাজ করতে পারেন। আমরা তাকে স্বাগত জানাব।’ অন্যদিকে গত সপ্তাহে দেশের একটি দৈনিককে দেয়া বক্তব্যে শেখ সোহলে বলেছিলেন, ‘আমি আর ভবিষ্যতে বিপিএলের গভর্নিং কাউন্সিল প্রধান পদে থাকতে চাচ্ছি না। একই পদে অনেকদিন তো থাকলাম। আসলে একই পদে অনেকদিন থাকলে এক ধরনের জড়তা চলে আসে। ঘুরিয়ে ফিরিয়ে অন্য পরিচালকদেরও সুযোগ দেওয়া উচিত। আর আমার শারীরিক অবস্থা ও পারিবারিক অবস্থা সব মিলিয়ে আমি আর এই পদে সামনের দিনগুলোতে থাকতে চাচ্ছি না। বোর্ড প্রেসিডেন্ট যদি আমার এই সিদ্ধান্ত মেনে নেন তাহলে আমি সরে দাঁড়াব।’ যদিও তিনি তার এমন বক্তব্য থেকে সরে এসেছেন। এ বিষয়ে বিপিএল গভর্নি কাউন্সিলের কেউ মুখ খুলতে রাজি নয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি সূত্র জানিয়েছে- ‘এটি গভর্নিং কাউন্সিলের বর্তমান চেয়ারম্যানের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে বিসিবিকে তিনি মৌখিক বা লিখিতভাবে এমন কোনও কিছু জানাননি। তাই তিনি সরে যাচ্ছেন এমন কথা আমরা অফিসিয়ালি জানি না। যে কারণে এ নিয়ে আমরা কোনও বক্তব্য দিতে চাই না।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status