খেলা
প্রথম রাউন্ডেই শেষ মেদভেদেভের ফরাসি ওপেন
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫৪ অপরাহ্ন

চলমান ফরাসি ওপেনে ফেভারিট লিস্টের অন্যতম নাম ছিলেন দানিল মেদভেদেভ। তবে রোলাঁ গ্যারোতে শুরুতেই অঘটনের শিকার হলেন এটিপি র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা। প্রথম রাউন্ডে র্যাঙ্কিংয়ের ১৭২তম প্লেয়ার থিয়াগো সিবোথ ওয়াইল্ডের কাছে হেরে বিদায় নিলেন রুশ টেনিস তারকা।
দারুণ ছন্দ নিয়ে ফরাসি ওপেনে পা রাখেন দানিল মেদভেদেভ। রোলাঁ গ্যারো শুরুর আগে রোম ওপেনের শিরোপা জেতেন ২৭ বছর বয়সী টেনিস তারকা। র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানিও ছিল তার সামনে। কিন্তু ক্লে কোর্টে নিজের সেরাটা মেলে ধরতে পারলেন না ২০২১ সালের ইউএস ওপেন জয়ী মেদভেদেভ। মঙ্গলবার প্রথম রাউন্ডের প্রথম সেটেই হার দেখেন তিনি। বাজে শুরুর পর টানা দুই সেটে ব্রাজিলের ওয়াইল্ডকে হারিয়ে জয়ের সম্ভাবনা জাগান রুশ টেনিস তারকা। তবে এক গ্র্যান্ড স্লামের মালিকের বিপক্ষে পিছিয়ে পড়ে ফের প্রত্যাবর্তন করেন সিবোথ ওয়াইল্ড। টানা দুই সেট জিতে পৌঁছে যান দ্বিতীয় রাউন্ডে। মেদভেদেভ-ওয়াইল্ডের মধ্যকার লড়াইয়ের ফল ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩ এবং ৬-৪ গেম।
ম্যাচ শেষে তরুণ থিয়াগো সিবোথ ওয়াইল্ডের প্রশংসা করে দানিল মেদভেদেভ বলেন, ‘কঠিন ম্যাচ ছিল এটি। এই ম্যাচের হাইলাইটস দেখব না আমি। আমার মনে হয়, সে (ওয়াইল্ড) খুব ভালো খেলেছে। আমিও অবশ্য খারাপ খেলিনি। তবে তার খেলা বেশি ভালো ছিল।’
মেদভেদেভ বলেন, ‘যদি সে ছন্দ ধরে রাখতে পারে, তবে বছর শেষে র্যাঙ্কিংয়ে সেরা ত্রিশে চলে আসবে। সত্যি বলতে আমি তার উত্থান প্রত্যাশা করছি। এটা না হলে আমি হতাশই হব।’
প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সিবোথ ওয়াইল্ড। ম্যাচ শেষে ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান বলেন, ‘আমি জুনিয়র পর্যায়ে থাকার সময় থেকে দানিলের খেলা দেখেছি। এই কোর্টে তাকে হারিয়ে স্বপ্ন সত্যি হয়েছে।’
ওয়াইল্ড বলেন, ‘জয়ের মুহূর্তে ঠিক কেমন লেগেছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি অনেক আনন্দিত ছিলাম। নিশ্চিতভাবেই আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দের দিন এটি।’
আগামীকাল ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে থিয়াগো ওয়াইল্ডের প্রতিপক্ষ আর্জেন্টাইন টেনিস প্লেয়ার গুইদো পেল্লা। প্রথম রাউন্ডে ফ্রান্সের কুয়েন্টিন হ্যালিসকে হারান তিনি।