ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

মহাখালীতে এক্সপ্রেসওয়ে থেকে রড পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
৩০ মে ২০২৩, মঙ্গলবার

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়ালসড়ক থেকে রড মাথায় ঢুকে অজ্ঞাত এক (১২) শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল ও পরে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইমন বলেন, মহাখালীর বৃটিশ আমেরিকান টোব্যাকোর পাশে নির্মাণাধীন উড়ালসড়ক (বিআরটি) থেকে হঠাৎ একটি রড নিচে পড়ে। ছেলেটি নিচ দিয়ে যাওয়ার সময় রড তার মাথায় গেঁথে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শিশুটিকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে ভর্তি করে। পথচারীরা জানায়, নির্মাণাধীন উড়ালসড়কের উপর থেকে একটি রড শিশুটির মাথায় পড়ে। শিশুটিকে দেখে পথশিশু মনে হচ্ছে।

বিজ্ঞাপন
নিহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মতিন বিশ্বাস বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ছেলেটি রেললাইনের উপর বসেছিল। সে সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে রডটি পড়ে তার মাথায় বিদ্ধ হয়।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status