ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ভোট কেন্দ্রিক মার্কিন বিধিনিষেধ, পাঁচ দেশে যেভাবে প্রয়োগ

তারিক চয়ন

(৩ মাস আগে) ২৯ মে ২০২৩, সোমবার, ২:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩০ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে বাংলাদেশের নাগরিকদের ভিসার ব্যাপারে অতি সম্প্রতি ‘নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এর আগে র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করলেও দেশটির তরফে অভিনব এই পদক্ষেপে সবাই বেশ অবাক হয়েছেন। কারণ, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র তথা অন্য কোনো দেশের পক্ষ থেকে এমন পদক্ষেপ গ্রহণ ইতিহাসে অনেকটাই নজিরবিহীন। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের হাতেগোনা মাত্র কয়েকটি দেশের জন্য এমন ভিসা নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশের আগে ৫টি দেশ ঢুকে পড়েছে বলে শোনা যাচ্ছে: নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডা, নিকারাগুয়া ও বেলারুশ। লক্ষণীয় যে, উপরোক্ত দেশগুলোর মধ্যে প্রথম তিনটি দেশই আফ্রিকা মহাদেশের। এশিয়া মহাদেশের কেউ এই তালিকায় নেই। তার মানে, এশিয়ায় বাংলাদেশই একমাত্র দেশে যার জন্য স্বতন্ত্র ভিসা নীতিমালা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র।

নাইজেরিয়ায় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন বোলা তিনুবু। ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে গত ১৫ মে কয়েকজন নাইজেরিয়ান নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওইদিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেন, "নাইজেরিয়ায় ২০২৩ সালের নির্বাচনের সময় যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে এরকম নির্দিষ্ট ব্যক্তিদের উপর আমরা ভিসা বিধিনিষেধ আরোপ করেছি।

বিজ্ঞাপন
গণতন্ত্র ও আইনের শাসনকে শক্তিশালী করতে নাইজেরিয়ার আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" নির্বাচনের আগেও গত জানুয়ারিতে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বে জড়িত সুনির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। 

সেই ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন ইওয়েরি মুসেভেনি। ২০১৯ সালে সংবিধান পরিবর্তন করে ষষ্ঠবারের মতো তিনি ২০২১ সালের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনী প্রচারণার সময়ই উগান্ডাজুড়ে মুসেভেনি এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রেসিডেন্ট পদপ্রার্থী বিরোধী নেতা ববি ওয়াইনের সমর্থকদের মধ্যে সহিংসতার খবর পাওয়া যাচ্ছিলো৷ নির্বাচনের পর ২০২১ সালের ১৬ এপ্রিল কারচুপির দায়ে দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এন্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ১৪ জানুয়ারির নির্বাচন এবং এর প্রস্তুতির সময় যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত বলে বিশ্বাস করা হয় তাদের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার পরিণতি রয়েছে।

মধ্য আমেরিকার দেশ নিকারুগুয়ায় ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন ড্যানিয়েল ওরতেগা। নির্বাচনে কারচুপির অভিযোগ ছিল। ওই বছরের ১২ জুলাই স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়ঃ নিকারাগুয়ার সরকার এবং বিচার বিভাগের ১০০ ব্যক্তির উপর ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যাদের মধ্যে প্রসিকিউটর এবং বিচারক ছাড়াও তাদের পরিবারের কিছু সদস্য রয়েছেন। এসকল ব্যক্তিদের কাছে থাকা মার্কিন ভিসা অচল করা হয়েছে।

ওদিকে, ইউরোপের দেশ বেলারুশে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় তিন দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আলেক্সান্ডার লুকাশেঙ্কো জয়ী হন। ওই নির্বাচনে কারচুপি ও নির্বাচন পরবর্তী বিক্ষোভে দমন-নিপীড়নের অভিযোগে অনেক বেলারুশিয়ানের ওপর যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা দেয়। স্টেট ডিপার্টমেন্ট জানায়, এসব ব্যক্তিদের মধ্যে রয়েছেন: বিচার বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা; আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ ব্যক্তিরা, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক ও দুর্ব্যবহার করেছেন যারা; শান্তিপূর্ণ প্রতিবাদকারী এবং সাংবাদিকদের কারাদণ্ডে দণ্ডিত করার সাথে জড়িত বিচারক ও প্রসিকিউটররা এবং একাডেমিক এডমিনিস্ট্রেটর, যারা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন। তাছাড়া, স্বাধীন গণমাধ্যমের কাজকে বাধাগ্রস্ত করেছেন যারা, তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আফ্রিকার আরেক দেশ সোমালিয়ায় নির্বাচন পিছিয়ে নেয়ার কারণে ২০২২ সালের ফেব্রুয়ারির ২৫ তারিখ দেশটির সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে সোমালিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করার অভিযোগ আনা হয়েছে বলে জানায় স্টেট ডিপার্টমেন্ট। এর আগে ওই মাসের ০৮ তারিখেও দেশটির অনেকের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। যাই হোক, ১৫ মাস বিলম্বের (দীর্ঘ সময় ধরে চলা) নির্বাচনের পর ওই বছরের মে মাসে সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন হাসান শেখ মোহামুদ।

  ৪টি দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নির্বাচনের পর তাদের জন্য ভিসা নীতি গ্রহণ করে। নাইজেরিয়ার ক্ষেত্রে কয়েকজনের ব্যাপারে ভোটের আগেই বিধিনিষেধ আরোপ করে।  নির্বাচনের প্রায় ৭/৮ মাস আগেই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র যে সত্যিই চাইছে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সম্পূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হোক- এটি তারই নমুনা বলে সচেতন মহল মনে করছেন।

পাঠকের মতামত

US Gov should not spare India from visa restrictions since they are always poking their bloody nose into the internal affairs of all the neighboring countries.

Mustafizur Rahman
৩০ মে ২০২৩, মঙ্গলবার, ৪:১০ অপরাহ্ন

যেদেশে রাজনীতির আশ্রয়ে একজন ছাত্রী আরেকজন ছাত্রীর নগ্ন দৃশ্য ধারণ করে তার জীবনকে দুর্বিষহ করে তুলে সেই দেশের শাসন ব্যবস্থা যে জঙ্গলের নিয়মকে হার মানিয়েছে তা বুঝতে আর বুঝতে বিতার্কিক হওয়ার প্রয়োজন হয় না। গণতন্ত্রের মন্ত্র তো বহু পরে।

আতাউল হক
২৯ মে ২০২৩, সোমবার, ১০:৫০ পূর্বাহ্ন

এ বিদেশি প্রধানমন্ত্রী মোদের দেশকে উগান্ডা পর্যন্ত নিয়ে গেছে,ওরে আওয়ামী পিতাসেক মজিব তোমার বেডি বাংলাদেশ কে সোমালিয়া বানাইছে

Rahman
২৯ মে ২০২৩, সোমবার, ৮:৪১ পূর্বাহ্ন

সাথী হওয়ার কথা ছিলো সিঙ্গাপুর, সুইটজারল্যান্ড, ইতালি; হইয়া গেলাম উগান্ডা, নাইজেরিয়া, সোমালিয়ার দোসর !!! পিতিবি জবাব দেও।

M Salim Ullah Enayet
২৯ মে ২০২৩, সোমবার, ৭:০৯ পূর্বাহ্ন

সৌদি আরব, মায়ানমার, সাংবাদিক খাসোগী এবং আমেরিকার অভ্যন্তরীণ প্রতিনিয়ত হত্যার ব্যাপারে আমেরিকার ভূমিকা কতটা মানবিক বা ন্যায় সংগত?

ফিলিপ
২৯ মে ২০২৩, সোমবার, ৫:০০ পূর্বাহ্ন

মানবজমিনের কাছে প্রশ্ন রাখতে চাই, যে কোন দেশের আইন ও পার্লামেন্ট নির্বাচন কোন পদ্ধতিতে হবে তার নির্ধারনকারী হবে দেশের জনগন।আইন ও পার্লামেন্ট নির্বাচন কোন পদ্ধতিতে হবে তার জন্য মানবজমিন অনলাইনে একটি জরিপ করতে পারে।যেমন একটি নিবন্ধিত সিম দিয়ে একজন ব্যক্তি একটি মাত্র এসএমএস এর অপশন বেচে নিবে ইয়েস আর নো।

মামুন
২৯ মে ২০২৩, সোমবার, ৪:২৯ পূর্বাহ্ন

এই ক্ষমতাশীন দল আমাদের দেশকে বিশ্ব দরবারে একেবারে ছোট বানিয়েছে

বাবুল
২৯ মে ২০২৩, সোমবার, ৩:৫২ পূর্বাহ্ন

ভিসানীতিতে ভীত নয় ক্ষমতাশীন দল । কারন তাদের বিবৃতিতে একটা ফূর্তির আমেজ বিদ্যমান । বিরোধীদের বাদ দিয়ে খুবই নিরপেক্ষ ধরনের এক তরফা নির্বাচনের অঘোর ঘোরে আক্রান্ত দলটি নির্বাচন করে আবার ক্ষমতার মসনদে বসে দুনিয়াকে একটা শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সংবাদ জানান দিয়ে তাদের গ্রহনযোগ্যতা ভিক্ষা করবে। আর মার্কিন ভিসা 'চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে'।

মোহাম্মদ হারুন আল রশ
২৯ মে ২০২৩, সোমবার, ২:৪৫ পূর্বাহ্ন

Hasina is responsible for it only. how much outrage for other than BAL nationally and internationally it is the consequences for stupid leadership. shame for the nation

uddin mohammad
২৯ মে ২০২৩, সোমবার, ২:১৩ পূর্বাহ্ন

আমেরিকা সিদ্ধান্ত সঠিক, বাংলা দেশের একটা বড় রাজনৈতিক দলের নেতা জনাব হাসানুল হক ইনু উনি সমালোচনা করছেন।ভোট পান 1,808 জয়বাংলা হয়ে যাবেন

হাসান
২৯ মে ২০২৩, সোমবার, ২:১৩ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট বাইডেনকে ৬ কংগ্রেসম্যানের চিঠি বাংলাদেশের বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার আহ্বান Nagad চিঠিটি গত ১৭ মে লেখা হয় সালেহ্ বিপ্লব: প্রেসিডেন্ট জো বাইডেনকে গত ১৭ মে লেখা এক চিঠিতে তারা বলেছেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘন থামাতে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের মানুষকে মুক্ত ও অবাধ নির্বাচনের সর্বোচ্চ সুযোগ দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। এতে বলা হয়, শেখ হাসিনার সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে যে মানবাধিকার লঙ্ঘন করে আসছে, কিছু এনজিও তার শত শত প্রমাণ সংগ্রহ করেছে। এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউস- এমনকি জাতিসংঘেরও প্রতিবেদন রয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার ক্রমবর্ধমানভাবে গণতান্ত্রিক রীতিনীতিকে প্রত্যাখ্যান করছে। মানুষের ওপর নির্যাতন বেড়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে, সাংবাদিকদের কারারুদ্ধ করা হয়েছে, প্রতিপক্ষকে গুম করা হয়েছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর হামলা এবং হত্যা করা হয়েছে। শেখ হাসিনা সরকারের নির্যাতন শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের ওপরই হয়নি, বরং ক্ষুদ্র জাতিসত্ত্বা ও ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। চিঠিতে বলা হয়, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর হিন্দুদের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। তাদের ওপর হামলা, মন্দির ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ এবং জোরপূর্বক ধর্মান্তর করার কারণে হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে। একইভাবে খৃস্টান সম্প্রদায়ের ওপরও নিপীড়ন চালানো হয়েছে। চিঠিতে আরো বলা হয়, কয়েক মাস ধরে হাজার হাজার মানুষ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। এই প্রতিবাদীদের একটাই প্রত্যাশা, শেখ হাসিনার সরকার যাতে বিদায় নেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারের গুম-খুন-নির্যাতনের মূল হোতা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) অসংখ্য প্রতিবাদীকে গ্রেপ্তার করেছে। খুন করেছে। হিউম্যান রাইটস ওয়াচসহ অসংখ্য এনজিও র‌্যাবকে সরকারের ডেথ স্কোয়াড হিসেবে অভিহিত করেছে। চিঠিতে বলা হয়, সম্প্রতি ডয়চে ভেলে ও নেত্র নিউজের অনুসন্ধানে জানা গেছে, র‌্যাবের প্রাক্তন সদস্যরা স্বীকার করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ছাড়া বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের ঘটনা ঘটানো সম্ভব না। চিঠিতে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এক বছর আগে র‌্যাবকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত করেছে। বাহিনীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন জারি করেছে। এরপরও শেখ হাসিনার সরকার জনগণের ওপর নিপীড়ন জোরদার করেছে। গণতন্ত্রের ক্ষেত্রে এই সরকারের পিছিয়ে পড়া এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ঠেকাতে র‌্যাবের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। চিঠিতে বলা হয়, দেশের জনগণের প্রতি শেখ হাসিনার এই অপরাধ দক্ষিণ এশিয়ার অন্যান্য খারাপ ‘অ্যাক্টরকে’ উৎসাহিত করছে। তারা একত্রিত হচ্ছে এবং চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থকে আঘাত করছে। কংগ্রেসম্যানরা বলেন, আমরা চাই বাংলাদেশ অবাধ নির্বাচনের সর্বোত্তম সুযোগটি পাক। এই জন্য ব্যক্তিভিত্তিক নিষেধাজ্ঞা জোরদার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ করার অনুরোধ জানাচ্ছি। চিঠিতে সই করেছেন স্কট প্যারি, বব গুড, ব্যারি মুর, টিম বার্শেট, ওয়ারেন ডেভিডসন ও কীথ শেলফ।

Md.Nadirul Islam
২৯ মে ২০২৩, সোমবার, ১:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশ তা হলে পাকিস্তান, বর্মা, আপগান , ভারত থেকেও খারাপ ?

Ubab
২৯ মে ২০২৩, সোমবার, ১:৫৬ পূর্বাহ্ন

Visa sanctions isn't good for any country. Now other countries will start strict visa screening following USA. Ruling party leaders should do some thing in favour of the country, peoples. Otherwise every one will be supperer,country will supper.........World...

No name
২৯ মে ২০২৩, সোমবার, ১:৪০ পূর্বাহ্ন

স্বৈরতন্ত্রের আতুঁরঘর হিসাবে বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় করার জন্য বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারই দায়ী। ক্ষমতা লিপ্সার বিষাক্ত নেশায় আওয়ামীলীগ রাষ্ট্রীয় সব প্রশাসন যন্ত্রকে স্বৈরতন্ত্রের পোষাক পরিধান করে দিয়েছে। গণতন্ত্রের শবদেহ প্রতিটা নির্বাচনী কেন্দ্র থেকে বের হয়ে আসছে। বিরোধি দলের সরকারের অপশাসন বিরোধি সব সমাবেশ প্রতিবাদ বিক্ষোভ মিছিলকে স্তব্ধ করে দিয়ে প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছে। দেশের তৃতীয় বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে ঘরে বাইরে সর্বত্র নিষিদ্ধের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে। জামায়াতের নিবন্ধন ছিঁনিয়ে নিয়ে জামায়াতের কার্যক্রম বন্ধে দলীয় ডিক্লারেশন বন্ধেরও পাঁয়তারা করছে। এমতাবস্থায় বিশ্ব দরবারের উচিৎ এখনই আওয়ামী স্বৈরাচারের পতন নিশ্চিতে কার্যকর সব পদক্ষেপ বাস্তবায়ণ করা।যাতে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রকৃত গণতন্ত্র চর্চার দেশ হিসাবে মাথা উচুঁ করে দাড়াতে পারে।

আলমগীর
২৯ মে ২০২৩, সোমবার, ১:৩৮ পূর্বাহ্ন

নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে-বিদেশে রয়েছে নানা সমালোচনা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সম্পূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হোক .বিনা ভোটে নির্বাচিত হন শাসক দল . আইন অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন হলেও বাস্তবতা ভিন্ন

Burhan Uddin
২৯ মে ২০২৩, সোমবার, ১:৩৭ পূর্বাহ্ন

২ টি কথা মনে রাখবেন......... ১. ভোট চোরদের দিয়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় । ২. নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণ ভোট এ অংশগ্রহন করবে না।

no fame
২৯ মে ২০২৩, সোমবার, ১:১৯ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে

এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status