খেলা
ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে টানা একাদশ শিরোপা বায়ার্নের
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৮ অপরাহ্ন
বায়ার্ন মিউনিখের ভুলে যে সুযোগ তৈরি হয়, সেটা নিজেদের ভুলেই হাতছাড়া করলো বরুশিয়া ডর্টমুন্ড। শেষ ম্যাচে স্রেফ জয় পেলেও ১০ বছরের খরা কাটিয়ে বুন্দেসলিগার শিরোপা জিততো তারা। অথচ সেই ম্যাচেই কিনা দুইবার পিছিয়ে পড়ে হার এড়ালো ডর্টমুন্ড। একই সময় অন্য ম্যাচে জিতে টানা একাদশ শিরোপা জিতলো বায়ার্ন। সবমিলিয়ে জার্মানির শীর্ষ লিগে নিজেদের ৩২তম শিরোপা।
একই দিনে আজ ডর্টমুন্ড মাইঞ্জের বিপক্ষে ড্র করে ২-২ গোলে ও কলনের মাঠে বায়ার্ন জিতেছে ১-২ গোলের ব্যবধানে। দুই দলেরই পয়েন্ট সমান ৭১ হলেও গোল ব্যবধানে শিরোপা গেছে বায়ার্নের ঘরেই।
এদিন কিংসলে কোমানের গোলে ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। অন্যদিকে প্রথম ২৪ মিনিটের মধ্যে দুইবার পিছিয়ে পড়ে ডর্টমুন্ড। এমনকি প্রথম গোল হজম করার পর পেনাল্টি মিস করেন দলটির ফরোয়ার্ড সেবাস্টিয়ান হলার।
অন্যদিকে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তেই বায়ার্নের পক্ষে ব্যবধান দ্বিগুন করেন লেরয় সানে। যদিও হ্যান্ড বল হওয়ায় সেটি বাতিল হয়ে যায়।
অন্য ম্যাচে ৬৯তম মিনিটে রাফায়েল গেরেইরোর গোলে খেলায় ফেরে ডর্টমুন্ড। ৮১তম পেনাল্টি থেকে গোল হজম করে বায়ার্ন, শিরোপার গন্ধ পাওয়া শুরু করে ডর্টমুন্ড। কারণ বায়ার্ণ ড্র করলেও চ্যাম্পিয়ন হবে তারা।
কিন্তু ৮৫তম মিনিটে মাঠে নেমে মাত্র চার মিনিটের ব্যবধানে বায়ার্নকে লিড এনে দেন জামাল মুসিয়ালা। শেষ পর্যন্ত এই গোলই গড়ে দেয় শিরোপা লড়াইয়ের ফল।
অন্যদিকে নির্ধারিত সময়ের একদম নশেষ মুহূর্তে নিকলাস সুলের গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড। এরপর চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও একটি সুযোগ পায় তারা। কিন্তু বিপজ্জনক জায়াগ্য বল পেয়েও কেউ শট না নিতে পারায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ডর্টমুন্ডকে। একই সঙ্গে হাতছাড়া হয় শিরোপা জয়ের সুযোগও।