অনলাইন
বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলে প্রশাসন মোকাবিলা করবে: আব্দুর রাজ্জাক
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ অপরাহ্ন

বিএনপি নির্বাচন বানচাল করতে চাইলে প্রশাসন তা মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। শনিবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলন করে বিএনপি আগামী নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। কোনোক্রমেই বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না। আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হবে। তারপরও যদি বিএনপি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায়, নির্বাচন বানচাল করতে চায়, তাহলে দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবিলা করবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল নিয়ে আওয়ামী লীগ বিচলিত নয়। গাজীপুরের নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে হতাশ ও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটি যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নয়। আমরা যেটি চাই-দেশে একটি সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নির্বাচন, সেটিই যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে দেখতে চায়।
সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হেসেন নিখিল, সিনিয়ার প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, সাবেক মন্ত্রী তারানা হালিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইলের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং যুবলীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
পাঠকের মতামত
অবৈধ সরকার প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় যেতে চায়।
হা....হা....হা নিশি রাতের সরকার ।
২০১৪/২০১৮ এর নির্বাচনী নটক করলে আমিরিকা ভিসানিতি ঘোষণা করেছে ভোট ডাকাতের জন্য আমিরিকার এই নিতিকে স্বাগত জানাচ্ছি কিন্তু আওয়ামী লীগ জানেনা সাধারণ জনগণ ভোট ডাকাতের জন্য দেশ ত্যাগ নিতিও ঘোষণা করে রেখেছ। জনগনের আ্যকশন কখনও কখনও এমন হয় যে, ডাকাতের ঠিকানা অপ্রত্যাশিত জাগায় হয়ে যায়। ২০১৪/২০১৮ সালের জন্য ক্ষমা চেয়ে তাওবা করে দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করুন। অন্যতায় জানেন তো জনগন কি করতে পারে। পুলিশ বিজিবি সেনাবাহিনী? বিচারপতি বুদ্ধিজীবী সাংবাদিক? হা হা হা তালিকায় উনারাও আছেন সুতরাং আওয়ামী লীগ রক্ষায় উনারা নিজের পায়ে, বংশের পায়ে কূড়াল মারবে মনে হয়?? দেখলাম, আপনাদেরই এক বুদ্ধিজীবী (প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথিত শিক্ষক) স্টাটাস দিয়ে আমিরিকাকে তেল মারতেছে, হেঁ হেঁ সঠিক পদক্ষেপ নিয়েছ আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বিএনপি সুষ্ট নির্বাচনে বাঁধার সৃষ্টি করছে তাদেরকে বদ করতে হবে ইত্যাদি ইত্যাদি। কথিত সুশীল সমাজের তালিকায় নাম যেন না উঠে এখন থেকেই আপনাদের বুদ্ধিজীবীরা আমিরিকার ----- নে, তেল মারতে শুরু করেছে। জনগন ভোট ডাকাতদের জন্য দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে সেটি জানেন?
মিঃ রাজ্জাক আপনাদের সৃষ্ট পাজল কেন পুলিশ বহন করতে যাবে আর কেনই বা বর্তমান প্রেক্ষাপটে তাদেরকে বিপদে ফেলতে চাচ্ছেন এটাও তো আপনাদের একটা চতুরতা ছাড়া আর কিছুই নয় । সোজা পথে আসুন আপনারা ভাল থাকবেন দেশ এবং জনগন ভাল থাকবে, দেশের ইজ্জত রক্ষা পাবে ।
আব্দুর রাজ্জাকদের শেষ ভরসা হচ্ছে পুলিশ লীগ, প্রশাসন লীগ, এবার সেই ভরসা হালে পানি পাবে না। তাদের অস্তিত্বের প্রশ্ন। অস্তিত্ব রক্ষার্থে যে কোন সিদ্ধান্ত নিতে পারে।
আর এমন দলীয় প্রশাসনকে মোকাবিলা করবে আমিরিকান ভিসা নীতি। আহা্ কুত্তার বাচ্চা ফুটফটে সুন্দর
প্রশাসনের লোকজন এর টাকা,বউ,বাচ্চা আমেরিকায়। কাজেই অবৈধ সরকার কে টিকিয়ে রাখতে আম ছালা দুটোই হারানোর ঝুঁকি নিবে না।
সরকারের মধ্যে এত উন্মাদনা কেন? শিক্ষিত লোকেরা মুর্খের মত চাপাবাজী করেই যাচ্ছে। মনে হয় এরা সবাই বিএনপির উপদেষ্টার ভুমিকায় চাকরি পেয়েছে।
আব্দুর রাজ্জাকের বিদ্যা নিয়ে আমার কোনো সংশয় নেই বুদ্ধি নিয়ে যথেষ্ট দুঃশ্চিন্তায় পড়ে যাই। মন্ত্রীর বুদ্ধি কম না বেশি খটকা লেগে যায় । মন্ত্রী রাজ্জাক সাব বিদ্যান হইলেও বুদ্ধিমান নয় এইটা শেষের দিকে বলেই বসে অনেকে । প্রশাসন দিয়ে মোকাবেলা করাবেন বিএনপিকে এইটা কোনো বুদ্ধিমান লোকের কথা হতে পারে?
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]