ঢাকা, ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

সৌদি আরবে আটক হলো বিপুল পরিমাণ ক্যাপ্টাগন পিল

মানবজমিন ডেস্ক

(৪ মাস আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫১ অপরাহ্ন

mzamin

দুবা বন্দর থেকে ৪ লাখ ৬০ হাজার ক্যাপ্টাগন পিল জব্দ করেছে সৌদি কর্তৃপক্ষ। মেশিনের মধ্যে করে এই বিপুল পরিমাণ মাদক সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। শুক্রবার দেশটির কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

আরব নিউজের খবরে বলা হয়েছে, মূলত মেশিন আমদানির কথা বলে তার আড়ালে এই মাদক ঢুকানো হচ্ছিল সৌদি আরবে। জব্দ করা মাদকের দাম হতে পারে ৪৬ লাখ ডলার থেকে এক কোটি ১৫ লাখ ডলার। একেকটি পিলের দাম ১০ থেকে ২৫ ডলারের মধ্যে হয়ে থাকে। 

পুরো মধ্যপ্রাচ্যজুড়েই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এই মাদক। এই মাদকের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ আয় হয় তা মূলত সন্ত্রাসবাদের পেছনে ব্যয় করা হয়। সৌদি সরকার মাদক দমনে নানা ধরণের পদক্ষেপ নিয়ে চলেছে। তবুও দেশটিতে মাদক প্রবেশের ঘটনা কমছে না। সৌদি আরবে মাদক চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দেশটির সরকার নাগরিকদের মাদক সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন
যারা এ ধরণের তথ্য দিয়ে সহায়তা করে, তাদেরকে বিপুল পরিমাণ আর্থিক পুরষ্কার দেয় সৌদি কর্তৃপক্ষ।

ক্যাপ্টাগন প্রথম তৈরি করা হয় ১৯৬১ সালে। এর উদ্দেশ্য ছিল মূলত মানসিক রোগের চিকিৎসা করা। তবে পরবর্তীতে এর নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সামনে আসতে শুরু করলে ফ্রান্সে ৭০ এর দশকে এবং ইংল্যান্ডে ৮০ এর দশকে এটিকে নিষিদ্ধ করা হয়। এর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে, হার্ট এটাক, ডিপ্রেশন এবং ড্রাগ এডিকশন। মূলত মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশগুলোতে থাকা কিছু অবৈধ ল্যাবরেটরিতে এখনও এই মাদক তৈরি করা হয়।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status