ঢাকা, ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

১৪০ কোটিতে বিক্রি হলো টিপু সুলতানের বিখ্যাত তলোয়ার

মানবজমিন ডিজিটাল

(৫ দিন আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ১১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৬ অপরাহ্ন

mzamin

ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান। পরাক্রমশালী এই রাজা ‘টাইগার অব মহীশূর’ উপাধি পেয়েছিলেন। লন্ডনের বনহ্যামস নিলাম হাউজে ১৪ মিলিয়ন পাউন্ডে ( ১৪০ কোটি টাকা) বিক্রি হল অষ্টাদশ শতাব্দীর মহীশূরের সেই শাসক টিপু সুলতানের তলোয়ার। নিলামের আয়োজনকারী বনহ্যামস জানিয়েছে,এই মূল্য অনুমানের তুলনায় সাত গুণ বেশি। বনহ্যামস আরও বলেছে যে টিপু সুলতানের ব্যক্তিগত অস্ত্রগুলির মধ্যে তরবারি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিপু সুলতান ১৮ শতকের শেষের দিকে যুদ্ধক্ষেত্রে খ্যাতি অর্জন করেন। তিনি ১৭৭৫ থেকে ১৭৭৯ সালের মধ্যে বেশ কয়েকবার মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই দর্শনীয় তলোয়ারটি টিপু সুলতানের   সমস্ত অস্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ যা এখনও ব্যক্তিগত হাতে রয়েছে। 

ইসলামিক এবং ভারতীয় শিল্পের নিলামকারী অলিভার হোয়াইট বলেছেন - ''সুলতানের সাথে তলোয়ারটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। এটিতে যে অসামান্য কারুকাজ ছিল তা সেই যুগের শিল্পের অনন্য নিদর্শন বহন করে। ''টিপু সুলতানের প্রাসাদের ব্যক্তিগত কক্ষে তরবারিটি পাওয়া গেছে।

বিজ্ঞাপন
বনহ্যামসে ইন্ডিয়ান আর্টের প্রধান নিমা সাগরচি বলেছেন-'' তলোয়ারটির একটি অসাধারণ ইতিহাস, একটি আশ্চর্যজনক উত্স এবং অতুলনীয় কারুকার্য রয়েছে। এটি আশ্চর্যের কিছু ছিল না যে নিলামে তলোয়ারটির দাম সাত গুণ বেশি বেশি হবে। আমরা ফলাফলে আনন্দিত। ''টিপু সুলতান যুদ্ধে রকেট আর্টিলারি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং মহীশূরকে ভারতের সবচেয়ে গতিশীল অর্থনীতিতে রূপান্তরিত করেছিলেন। ১৭৯৯ সালের ৪ মে বৃটিশ বাহিনী মহীশূরের রাজধানী শ্রিরঙ্গপত্তনমে আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে। টিপু সুলতানকে হত্যার পর তার প্রাসাদ লুট করে বৃটিশ সেনাবাহিনী। প্রাসাদের অন্দরমহলে তলোয়ারটি পাওয়া গিয়েছিল।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

যুগে যুগে ফিরে আসুক সেই টিপু সুলতান।

জাহাঙ্গীর
২৬ মে ২০২৩, শুক্রবার, ৪:৩৪ পূর্বাহ্ন

ইংরেজরা তখনকার সময়ে এক একজন বিশ্বাসঘাতক ধরেই প্রতিটি যুদ্ধে জিত হাসিল করেছিল।

nixon tapi
২৬ মে ২০২৩, শুক্রবার, ৩:২৯ পূর্বাহ্ন

টিপু সুলতানের বৈমাত্রী ভাই মির সাদিকের বিশ্বাস ঘাতকতা যোদ্ধে ইংরেজদের সাথে পরাজিত হন।

wali siddiqui
২৬ মে ২০২৩, শুক্রবার, ১:৪৭ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status