অনলাইন
১৪০ কোটিতে বিক্রি হলো টিপু সুলতানের বিখ্যাত তলোয়ার
মানবজমিন ডিজিটাল
(৫ দিন আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৬ অপরাহ্ন

ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক ছিলেন টিপু সুলতান। পরাক্রমশালী এই রাজা ‘টাইগার অব মহীশূর’ উপাধি পেয়েছিলেন। লন্ডনের বনহ্যামস নিলাম হাউজে ১৪ মিলিয়ন পাউন্ডে ( ১৪০ কোটি টাকা) বিক্রি হল অষ্টাদশ শতাব্দীর মহীশূরের সেই শাসক টিপু সুলতানের তলোয়ার। নিলামের আয়োজনকারী বনহ্যামস জানিয়েছে,এই মূল্য অনুমানের তুলনায় সাত গুণ বেশি। বনহ্যামস আরও বলেছে যে টিপু সুলতানের ব্যক্তিগত অস্ত্রগুলির মধ্যে তরবারি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিপু সুলতান ১৮ শতকের শেষের দিকে যুদ্ধক্ষেত্রে খ্যাতি অর্জন করেন। তিনি ১৭৭৫ থেকে ১৭৭৯ সালের মধ্যে বেশ কয়েকবার মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই দর্শনীয় তলোয়ারটি টিপু সুলতানের সমস্ত অস্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ যা এখনও ব্যক্তিগত হাতে রয়েছে।
ইসলামিক এবং ভারতীয় শিল্পের নিলামকারী অলিভার হোয়াইট বলেছেন - ''সুলতানের সাথে তলোয়ারটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। এটিতে যে অসামান্য কারুকাজ ছিল তা সেই যুগের শিল্পের অনন্য নিদর্শন বহন করে। ''টিপু সুলতানের প্রাসাদের ব্যক্তিগত কক্ষে তরবারিটি পাওয়া গেছে।
সূত্র : এনডিটিভি
পাঠকের মতামত
যুগে যুগে ফিরে আসুক সেই টিপু সুলতান।
ইংরেজরা তখনকার সময়ে এক একজন বিশ্বাসঘাতক ধরেই প্রতিটি যুদ্ধে জিত হাসিল করেছিল।
টিপু সুলতানের বৈমাত্রী ভাই মির সাদিকের বিশ্বাস ঘাতকতা যোদ্ধে ইংরেজদের সাথে পরাজিত হন।