খেলা
পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বড় সুসংবাদ
অনলাইন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৯ মে ২০২৩, শুক্রবার, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) টুর্নামেন্টের প্রথম আসর বসেছে চলতি বছরই। সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটি প্রথম আসরেই জনপ্রিয়তা পেয়েছে বেশ। আসরটিতে অংশ নেয়ার সুযোগ পায়নি পাকিস্তানের কোনো ক্রিকেটার। তবে আগামী আসরে খেলতে পারবেন বাবর-আফ্রিদিরা। আগামী আসর থেকে পাকিস্তানের ক্রিকেটারদের জন্য দরজা খুলে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার। খবর: ক্রিকেট পাকিস্তান ও জিও সুপার টিভি।
আইএল টি-টোয়েন্টির গত আসরে ফখর জামান, মোহাম্মদ হাসনাইনদের খেলার কথা ছিল। আজম খানকে দলেও নিয়েছিল ডেজার্ট ভাইপার্স। যদিও তাদের খেলার জন্য অনাপত্তি পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আগামী আসর থেকে তাদের আর খেলতে বাধা নেই। তবে একটাই শর্ত, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বা জাতীয় দলের খেলার মধ্যে যথেষ্ট বিরতি থাকতে হবে।
আইএল টি-টোয়েন্টিতে মোটা অঙ্কের টাকা দেয়া হয়েছে বিশ্বের সব নামিদামি ক্রিকেটারদের।
পাঠকের মতামত
বেশি করে ফেলতে দেওয়া উচিত। যত খেলবে ততোই ডলার মন্দ কি। পাকিস্তানের ই লাভ বেশি। আর্থিক দিকটা সবচেয়ে বড় কথা। কেউ কাউকে সাহায্য করেনা। বেশি করে যেতে দিন। চুপ করে বসে থাকবেন না। সুযোগ বারবার আসেনা।
ডলার দরকার- ডলার। ডলারে বিপর্যস্থ পাকি অর্থর্নীতি এখন নেতানো গামছার মত। তাই এই সিদ্ধান্ত।