ভারত
বিশ্বের ১০৯ কোটি মুসলমান কি তাহলে জঙ্গি- তসলিমা নাসরিনের প্রশ্ন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ মাস আগে) ১১ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

তিনি দীর্ঘদিন দেশ থেকে নির্বাসিত হয়ে দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন। বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন কিন্তু সমসাময়িক ঘটনা সম্পর্কে নিয়মিত মন্তব্য করে থাকেন। বিতর্কিত দা কেরালা স্টোরি ছবিটি দেখার পড়ে তিনি মন্তব্য করতে ছাড়েননি। তিনি বলেছেন, মনে হয় মুসলিমদের জঙ্গি এবং সন্ত্রাসবাদী বলে পেন্ট করার একটা চেষ্টা অব্যাহত। আমি বলতে চাই, বিশ্বের ১০৯ কোটি মুসলিমই কি জঙ্গি? যদি তাই হতো তাহলে বিশ্ব আজ যেতো কোথায়? তসলিমা বলেন, মানছি মুসলিম সমাজে এথিশিষ্ট এবং এগেইনইস্টরা আছে। কিন্তু কোন ধর্মে তা নেই? ইহুদি, বৌদ্ধ, হিন্দু ধর্মে কি তা নেই? তিনি স্বীকার করেন বহু মুসলিম আচার ধর্ম সংস্কৃতি ঠিকঠাক পালন করেন না। কিন্তু, বিশ্বের বহু ধর্মেই তা করা হয় না বলে মন্তব্য করেন তসলিমা। তিনি বলেন, দা কেরালা স্টোরি আমার পছন্দের ছবি না হলেও আমি মনে করি এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি ঠিক হয়নি। ছবিটি নিয়ে আরও বেশি প্রাগমেটিক হওয়া উচিত ছিল।
পাঠকের মতামত
নিরঞ্জন দা, কোথায় বসে মন্তব্য করলেন জানিনা, আশেপাশে একটু তাকান, চোখটা একটু খুলুন। কেরালা স্টোরি, কাশ্মির ফাইলসসহ পৃথিবীর সবচেয়ে বড় সনাতন ধর্মাবলম্বীদের বাসস্থান দেশটিতে রাস্ট্রীয়ভাবে মুসলিমদের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন চলছে, বা উইঘুর মুসলিমদের উপর চীনাদের রাষ্ট্রীয় অত্যাচার, অথবা ফিলিস্তিনিদের উপর ইসরাইলি দখলদারদের অত্যাচার নির্যাতন চলছে, পৃথিবীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে কোন একটি দেশে অন্য ধর্মের মানুষের উপর এমন অত্যাচারের ছিটেফোঁটাও দেখাতে পারবেন? বিবেকবোধ থাকলে একটু ভেবে দেখবেন। মিডিয়ার সন্ত্রাসের গল্প বেচে আর কতদিন চালাবেন? বাস্তবে ফিরে দেখুন।
তসলিমা ঠিক বলেছেন সব মুসলমান খারাপ নয়। সব জঙ্গি নয় তবে অধিকাংশ জঙ্গিদের নিরব সমর্থক। অল্প সংখ্যক দিয়ে কোন বিচার হয় না তবে অধিকাংশের সমর্থনকেই গনতন্ত্রে মান্যতা পায়। এটি তসলিমা ভালই জানেন তবু এক্ষেত্রে কেন একটু বাঁকা পথ নিলেন বুঝতে পারছি না।
তসলিমা নাসরিন ভারতে বষে কি বললেন তা নিয়ে বাংলাদেশের মানুষের কিছুই যায় আসেনা । সুতরাং উনার কথা এড়িয়ে চলাই উত্তম ।
তিনি একজন সাহসী নারী। তিনি যেটাকে সত্য বলে মনে করেন সেটার জন্য জীবন দিতেও কুন্ঠিত হবেন না বলেই আমি মনে করি। ভালো মন্দ মিলেই মানুষ। পৃথিবীর ইতিহাসে বহু খারাপ মানুষ সত্যের পথে এসে আমাদের কাছে স্মরণীয় ও বরণীয় হয়েছেন। আমরা তাদের মাগফেরাতের জন্য দোয়া করি। আমরা তাসলিমা নাসরিনের হেদায়াতের জন্যও দোয়া করি।
Taslima is a popular person to the media, not to the people.
মন্তব্য করুন
ভারত থেকে আরও পড়ুন
ভারত সর্বাধিক পঠিত
বাইডেন-মোদির বৈঠক/ পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ স্থান পায়নি
ভারতীয় সংবাদপত্রের খবর/ বাংলাদেশের নির্বাচন সংকটে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]