ভারত
বিশ্বের ১০৯ কোটি মুসলমান কি তাহলে জঙ্গি- তসলিমা নাসরিনের প্রশ্ন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১১ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

তিনি দীর্ঘদিন দেশ থেকে নির্বাসিত হয়ে দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন। বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন কিন্তু সমসাময়িক ঘটনা সম্পর্কে নিয়মিত মন্তব্য করে থাকেন। বিতর্কিত দা কেরালা স্টোরি ছবিটি দেখার পড়ে তিনি মন্তব্য করতে ছাড়েননি। তিনি বলেছেন, মনে হয় মুসলিমদের জঙ্গি এবং সন্ত্রাসবাদী বলে পেন্ট করার একটা চেষ্টা অব্যাহত। আমি বলতে চাই, বিশ্বের ১০৯ কোটি মুসলিমই কি জঙ্গি? যদি তাই হতো তাহলে বিশ্ব আজ যেতো কোথায়? তসলিমা বলেন, মানছি মুসলিম সমাজে এথিশিষ্ট এবং এগেইনইস্টরা আছে। কিন্তু কোন ধর্মে তা নেই? ইহুদি, বৌদ্ধ, হিন্দু ধর্মে কি তা নেই? তিনি স্বীকার করেন বহু মুসলিম আচার ধর্ম সংস্কৃতি ঠিকঠাক পালন করেন না। কিন্তু, বিশ্বের বহু ধর্মেই তা করা হয় না বলে মন্তব্য করেন তসলিমা। তিনি বলেন, দা কেরালা স্টোরি আমার পছন্দের ছবি না হলেও আমি মনে করি এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারি ঠিক হয়নি। ছবিটি নিয়ে আরও বেশি প্রাগমেটিক হওয়া উচিত ছিল।