ভারত
আরিয়ানকে ফাঁসানো হয়েছিল, শাস্তির মুখে তদন্তকারী কর্মকর্তা
বিশেষ সংবাদদাতা
(৩ বছর আগে) ২৮ মে ২০২২, শনিবার, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৮ অপরাহ্ন

২০২১'র সেপ্টেম্বরে মুম্বাই থেকে গোয়া যাওয়ার সময় প্রমোদ তরী করদেলিয়াতে মাদকসহ ধরা পড়ে সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান। চার সপ্তাহ আর্থার রোডের জেলে কাটানোর পর অক্টোবরের দুই তারিখে জামিন পান আরিয়ান। ঘটনার আট মাস পর নারকোটিক্স কন্ট্রোল বুরো অর্থাৎ এন সি বি শাহরুখ পুত্রকে ক্লিন চিট দিল। ড্রাগ সেবন তো দূরের কথা, ড্রাগ সঙ্গে ছিল না আরিয়ানের। বরং, আরিয়ানের সঙ্গী আরবাজ মার্চেন্ট জানিয়ে দেয় যে তার সঙ্গে যে ছয় গ্রাম চরস ছিল তা আরিয়ানের জন্যে ছিলো না, বরং আরিয়ান তাকে নিষেধ করেছিল এই ড্রাগ নিয়ে করদেলিয়ায় উঠতে। তদন্তে আরিয়ান ড্রাগ নিয়েছে এমন কোনও প্রমাণও মেলেনি।
আরিয়ানের সঙ্গে ধৃত বিক্রান্ত, ইস্মিত, রেহান, গোমিতরা কেউ আরিয়ান ড্রাগ নিতো বলে তাদের জবানবন্দিতে বলেনি। এই অবস্থায়, সব তথ্য প্রমাণের ভিত্তিতে এন সি বির মনে হয়েছে আরিয়ানকে ফাঁসানো হয়েছে। তদন্তকারী অফিসার সমীর ওয়ানখাদে শাহরুখ এর সঙ্গে পুরোনো কোনও শত্রুতার জেরে এমন করে থাকতে পারেন বলে অনুমান। তবে, মিথ্যা কেস সাজানোর জন্যে শাস্তির আওতায় পড়ছেন সমীর ওয়াংখেড়ে।