ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

খেলা

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ খেলার কথা বলেনি পিসিবি

স্পোর্টস ডেস্ক

(২ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ৩:১১ অপরাহ্ন

mzamin

একই বছরে ক্রিকেটের বড় দু’টি টুর্নামেন্ট। জুন-জুলাইয়ে শুরু এশিয়া কাপ। অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ। এশিয়ান প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান। বৈশ্বিক আসরের হোস্ট ভারত। নিজেদের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে কেউ কোনো দেশে গিয়ে টুর্নামেন্টে অংশ নিতে চায় না। বিকল্প পদ্ধতি ‘হাইব্রিড মডেল’, অর্থাৎ দুই টুর্নামেন্টে অংশ নিতে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত ও পাকিস্তান। ঘটনা সূত্রে খবর ছড়ায়, বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে পাকিস্তান। তবে গুঞ্জনটিকে গুজব দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে ২০২৩ সালে এশিয়া কাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করার কথা পিসিবির। তবে আসন্ন এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে নারাজ ভারত।

বিজ্ঞাপন
নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের দাবি তোলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপরই হাইব্রিড মডেলের প্রসঙ্গ ওঠে। এক্ষেত্রে এশিয়া কাপ পাকিস্তানেই হবে, শুধু ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। বৃহস্পতিবার ইএসপিএন ক্রিকইনফো এবং ভারতের প্রথম সারির কিছু গণমাধ্যম জানায়, এশিয়া কাপের মতো বিশ্বকাপও হাইব্রিড মডেলে আয়োজনের পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশে। এ বিষয়ে আইসিসির বোর্ড মিটিংয়ে মতও নাকি দিয়েছে পিসিবি। 

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চলমান। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আইসিসি বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো কথাই আমি বলিনি। এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসির কোনো ফোরামেও আলাপ ওঠেনি।’

সংবাদ প্রকাশের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে তারা কিছু জানে না। তাছাড়া আইসিসির বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইও জানায়, হাইব্রিড মডেলের বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা হয়নি। 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status