ঢাকা, ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

খেলা

মেসিকে বার্সায় ফেরাতে চান জাভি, তবে...

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

mzamin

দিনদিন বাড়ছে লিওনেল মেসির বার্সেলোনায় প্রত্যাবর্তনের গুঞ্জন। সম্প্রতি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন, ‘মেসির জন্য ন্যু-ক্যাম্পের দরজা চিরদিন খোলা’। এবার আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে কথা বলেছেন কোচ জাভি হার্নান্দেজ। বলেছেন মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।

২০২১ সালের ১লা জুলাই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগার বেতন অবকাঠামোর দোহাই দিয়ে আর্জেন্টিনা অধিনায়ককে ছেড়ে দেয় বার্সা। যদিও অর্ধেক বেতনে প্রিয় ক্লাবে থাকতে চেয়েছিলেন মেসি। বার্সা ছাড়ার পর বিশ্বকাপজয়ী তারকাকে সময়ে সময়ে ন্যু-ক্যাম্পে ফেরানোর কথা বলেছেন বার্সেলোনার হর্তাকর্তারা। আজ রাতে লা লিগার ম্যাচে এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে মেসিকে নিয়ে কথা বলেন কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেন, ‘ (মেসির ফেরার) এই বিষয়ে অনেক কথা হচ্ছে, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।’

প্রত্যাশা ব্যক্ত করলেও জাভি জানান মেসির প্রত্যাবর্তন নিয়ে আলোচনার সঠিক সময় নয় এখন।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমি মনে করি, মেসির এখানে ফেরা নিয়ে কথা বলার এটা সঠিক সময় নয়। আমি প্রায়ই লিওর সঙ্গে কথা বলি, আমাদের বন্ধুত্ব আছে, তবে এটা আদর্শ সময় নয়। তার জন্য বা ক্লাবের জন্যও নয়।’ 

স্প্যানিশ লা লিগার শিরোপা দৌড়ে সবার ওপরে বার্সেলোনা। কোপা দেল রে’র লড়াইয়েও এগিয়ে ব্লাউগ্রানারা। মূলত এই দুই শিরোপার মিশনে মনোযোগ দিতেই মেসির প্রসঙ্গটা তুলে রাখতে চান জাভি। তিনি বলেন, ‘আশা করি, আমরা তাকে এখানে আবার দেখতে পাব। (মেসি বার্সায় ফিরলে) আমি সবচেয়ে বেশি খুশি হব। সে ইতিহাসের সেরা খেলোয়াড়, তবে এটা সঠিক সময় নয়। আমরা দুটি শিরোপা জয় থেকে এক মাস দূরে আছি এবং এখন সময়টা সেদিকে মনোযোগ দেয়ার।’

জাভির ভাষ্য, মেসির বার্সেলোনায় ফেরার বিষয়টা শুধুই তার ওপর নির্ভর করছে। জাভি বলেন, ‘বিষয়টা আমার ওপর নির্ভর করে না, লিও কী চায় তার ওপর নির্ভর করছে। সে ফুটবলে সবকিছু করেছে, সবকিছু জিতেছে, কী করলে সে খুশি হবে, তার ওপর নির্ভর করে।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status