খেলা
লেগ স্পিনে নতুন স্বপ্ন নিয়ে অভিষেক রিশাদের
স্পোর্টস রিপোর্টার
১ এপ্রিল ২০২৩, শনিবার
নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশ দলে অভিষেক হলো লেগ স্পিনার রিশাদ হোসেনের। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে রিশাদের হাতে জাতীয় দলের ক্যাপ তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একাদশে জায়গা পান ২০ বছর বয়সী রিশাদ। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার তিনি। আগে কেবল দুজন লেগস্পিনার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন- জুবায়ের হোসেন লিখন ও আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু দলে স্থায়ী হতে পারেননি কেউই।
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় জুবায়েরের। চার বছর পর চেষ্টা করা হয় আমিনুলকে দিয়ে। তারও চার বছর পর এলেন রিশাদ। ক্যারিয়ারে একটিই টি-টোয়েন্টি খেলেছেন জুবায়ের।
বিজ্ঞাপন