খেলা
মোহামেডানে খেলেই আইপিএলে যাবেন সাকিব!
স্পোর্টস রিপোর্টার
(২ মাস আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে শেষ টি-টোয়েন্টি খেলবেন না সাকিব আল হাসান, টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেই তার আইপিএল খেলতে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচও খেলছেন টাইগার অধিনায়ক। গতকাল রাতে ঢাকায় এলেও আজ রাত ৮টায় তিনি ফিরে যাচ্ছেন চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলেই ফিরবেন ঢাকায়। সেই সময় তার সঙ্গী হবেন রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, পরের দিন বিকেএসপিতে এই তিন জনই খেলবেন ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডানের হয়ে। টানা ৩ ম্যাচ হারা দলকে জয়ে ফিরাতেই সাকিব মাঠে নামবেন শেখ জামালের বিপক্ষে। বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন মোহামেডানের একটি সূত্র। তবে তিনি দলের হয়ে ঢাকা লীগে কয়টা ম্যাচ খেলতে পারবেন তা নিয়েও রয়েছে প্রশ্ন। জানা গেছে আইপিএল খেলতে তিনি ঢাকা ছাড়তে পারেন ৩ এপ্রিল।
জাতীয় দলের খেলার জন্য ডিপিএলে মোহামেডানের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি সাকিব আল হাসান। আর সাকিববিহীন মোহামেডান পাঁচ ম্যাচ খেলে পায়নি একটি জয়ও। নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ১২৮ রানে হারে মোহামেডান। রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর টানা তিন ম্যাচে আবাহনী, প্রাইম ব্যাংক এবং লেজেন্ডস অব রূপগঞ্জের কাছে হারে মোহামেডান।