খেলা
সাউদিকে হটিয়ে শীর্ষে সাকিব
স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
চট্টগ্রামে গতকাল ম্যাচের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। সাকিব এদিন শুরু করেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির চেয়ে ৩ উইকেট পিছিয়ে থেকে। দুই ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে প্রথমে সাউদিকে স্পর্শ করেন সাকিব। আর নিজের তৃতীয় ওভারে জোড়া উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান বাংলাদেশ দলের অধিনায়ক। এর আগেও একবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেট টপকে যান তিনি। এক বছর পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১২২ উইকেট ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের সাউদি। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে নেওয়ার আগে সাকিব অবস্থান করছিলেন ১৩১ উইকেটে, সাউদির ১৩৪। সাকিবের শিকার দাঁড়ালো ১১৪ ম্যাচে ১৩৬ উইকেট। ১০৭ ম্যাচে ১৩৪ উইকেট শিকার সাউদির।