ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সাউদিকে হটিয়ে শীর্ষে সাকিব

স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
mzamin

চট্টগ্রামে গতকাল ম্যাচের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। সাকিব এদিন শুরু করেছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির চেয়ে ৩ উইকেট পিছিয়ে থেকে। দুই ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে প্রথমে সাউদিকে স্পর্শ করেন সাকিব। আর নিজের তৃতীয় ওভারে জোড়া উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আবারও সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান বাংলাদেশ দলের অধিনায়ক।  এর আগেও একবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেট টপকে যান তিনি। এক বছর পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের ১২২ উইকেট ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের সাউদি। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে নেওয়ার আগে সাকিব অবস্থান করছিলেন ১৩১ উইকেটে, সাউদির ১৩৪। সাকিবের শিকার দাঁড়ালো ১১৪ ম্যাচে ১৩৬ উইকেট।  ১০৭ ম্যাচে ১৩৪ উইকেট শিকার সাউদির।

বিজ্ঞাপন
আর ৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে আছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।  ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে প্রথম বলেই রড টাকারকে তুলে নেন সাকিব। পরের ওভারের প্রথম বলে বোল্ড করেন রস অ্যাডায়ারকে। একই ওভারের শেষ বলে গ্যারেথ ডিলানিকে লিটন দাসের ক্যাচ বানিয়ে নেন তৃতীয় উইকেট, যার মাধ্যমে উইকেট সংখ্যায় সাউদির পাশে বসেন সাকিব। এর পর ব্যক্তিগত তৃতীয় ওভারের তৃতীয় বলে সাকিবের স্টাম্প সোজা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জর্জ ডকরেল। আম্পায়ার আউট দিলেও রিভিউ চেয়ে বসেন তিনি। তৃতীয় আম্পায়ার আউট নিশ্চিত করতেই টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটের একক মালিক হয়ে যান সাকিব। পরে হ্যারি টেক্টরকে আউট করে ম্যাচে ৫ উইকেট পূর্ণ করেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status