খেলা
৬৯ বছর পর জার্মানিকে হারালো বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
বল পায়ে আলো ছড়ালেন কেভিন ডি ব্রুইনা। নিজে এক গোল করলেন এবং সতীর্থদের দিয়ে করালেন দুই গোল। এতে ফুটবল ইতিহাসে ৬৯ বছর পর জার্মানির বিপক্ষে জয় পেলো বেলজিয়াম। মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে ৩-২ গোলে জয় পায় বেলজিয়ানরা। ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকুর গোলে বেলজিয়াম এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান নিকলাস ফুলক্রুগ। ডি ব্রুইনা আবার দুই গোলের লিড পুনরুদ্ধারের পর একটি শোধ করেন সার্জ জিনাব্রি। ১৯৫৪ সালের পর জার্মানদের বিপক্ষে প্রথম জয় বেলজিয়ামের। সেবার প্রীতি ম্যাচে তখনকার পশ্চিম জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল বেলজিকরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা ভুলে গত শনিবার প্রীতি ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল জার্মানি। কিন্তু পরের ম্যাচেই পথ হারিয়ে ফেললো হান্স ফ্লিকের দল।