ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

খেলা

৬৯ বছর পর জার্মানিকে হারালো বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবারmzamin

বল পায়ে আলো ছড়ালেন কেভিন ডি ব্রুইনা। নিজে এক গোল করলেন এবং সতীর্থদের দিয়ে করালেন দুই গোল। এতে ফুটবল ইতিহাসে ৬৯ বছর পর জার্মানির বিপক্ষে জয় পেলো বেলজিয়াম। মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে ৩-২ গোলে জয় পায় বেলজিয়ানরা। ইয়ানিক কারাসকো ও রোমেলু লুকাকুর গোলে বেলজিয়াম এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান নিকলাস ফুলক্রুগ। ডি ব্রুইনা আবার দুই গোলের লিড পুনরুদ্ধারের পর একটি শোধ করেন সার্জ জিনাব্রি। ১৯৫৪ সালের পর জার্মানদের বিপক্ষে প্রথম জয় বেলজিয়ামের। সেবার প্রীতি ম্যাচে তখনকার পশ্চিম জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল বেলজিকরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা ভুলে গত শনিবার প্রীতি ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল জার্মানি। কিন্তু পরের ম্যাচেই পথ হারিয়ে ফেললো হান্স ফ্লিকের দল।

বিজ্ঞাপন
অন্যদিকে বেলজিয়াম গত শুক্রবার ইউরোর বাছাইয়ে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর এবার পেল স্মরণীয় এক জয়। এটি ছিল ২০১১ সালের পর দু’দলের প্রথম সাক্ষাত। আর কোলনে সফরকারী  বেলজিয়ানরা শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ৯ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায়। ষষ্ঠ মিনিটে গোলের সূচনা করেন কারাসকো। মাঝমাঠ থেকে ডি ব্রুইনার বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন অ্যাটলেতিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। এরপর ডি ব্রুইনের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করা ইন্টার মিলান তারকা লুকাকু। ১৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ হতে পারত। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন দোদি লুকেবাকিয়ো। একটু পর লুকাকুর হেড লাগে ক্রসবারে। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান কমান পেরুর বিপক্ষে জোড়া গোল করা ফুলক্রুগ। ডি-বক্সে লুকাকুর হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কোলনের রাইন এনার্জি স্টেডিয়ামে ৭৮তম মিনিটে ব্যবধান বাড়ান বেলজিয়াম অধিনায়ক ডি ব্রুইনে। সতীর্থের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে কাছ থেকে গোল করে জিনাব্রি নাটকীয় কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ২০২৪ ইউরোর আয়োজকরা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status