খেলা
সেই গ্ল্যাসগোয় বিধ্বস্ত স্পেন
স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
তিনবারের চ্যাম্পিয়ন স্পেনকে ভেলকি দেখালো স্কটল্যান্ড। ইউরো বাছাই ফুটবলে দুই অর্ধের দুই গোলে স্মরণীয় এক জয় তুলে নিলো স্কটিশরা। মঙ্গলবার গ্ল্যাসগোয় হ্যাম্পডেন পার্কে স্পেনকে ২-০ গোলে হারায় স্কটল্যান্ড। স্বাগতিকদের হয়ে দুটি গোলই করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা স্কট ম্যাকটমনি। স্পেনের বিপক্ষে ৩৯ বছর পর জয় পেলো স্কটল্যান্ড। সবশেষ ১৯৮৪ সালে এই মাঠেই বিশ্বকাপ বাছাইয়ে ৩-১ গোলে জয় পেয়েছিল স্কটিশরা। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৫ বারের দেখায় এটি স্কটল্যান্ডের চতুর্থ জয় (স্পেনের জয় ৬টি, ড্র ৫টি) এদিন একাদশে অনেক পরিবর্তন এনে মাঠে নামা স্পেন ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে। ৭ম মিনিটে নিজেদের ডি-বক্সের পাশে পিছলে পড়ে যান স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরো। সেই সুযোগে বল ধরে কাটব্যাক করেন লিভারপুল ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন। আর জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ম্যাকটমিনে।