ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সেই গ্ল্যাসগোয় বিধ্বস্ত স্পেন

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
mzamin

তিনবারের চ্যাম্পিয়ন স্পেনকে ভেলকি দেখালো স্কটল্যান্ড। ইউরো বাছাই ফুটবলে দুই অর্ধের দুই গোলে স্মরণীয় এক জয় তুলে নিলো স্কটিশরা। মঙ্গলবার গ্ল্যাসগোয় হ্যাম্পডেন পার্কে স্পেনকে ২-০ গোলে হারায় স্কটল্যান্ড। স্বাগতিকদের হয়ে দুটি গোলই করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা স্কট ম্যাকটমনি। স্পেনের বিপক্ষে ৩৯ বছর পর জয় পেলো স্কটল্যান্ড। সবশেষ ১৯৮৪ সালে এই মাঠেই বিশ্বকাপ বাছাইয়ে ৩-১ গোলে জয় পেয়েছিল স্কটিশরা। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৫ বারের দেখায় এটি স্কটল্যান্ডের চতুর্থ জয় (স্পেনের জয় ৬টি, ড্র ৫টি)  এদিন একাদশে অনেক পরিবর্তন এনে মাঠে নামা স্পেন ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে। ৭ম মিনিটে নিজেদের ডি-বক্সের পাশে পিছলে পড়ে যান স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরো। সেই সুযোগে বল ধরে কাটব্যাক করেন লিভারপুল ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন। আর জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ম্যাকটমিনে।

বিজ্ঞাপন
তিন দিন আগে নরওয়ের বিপক্ষে শেষ দিকে বদলি নেমে পরপর দুই মিনিটে দুটি গোল করেছিলেন অভিষিক্ত হোসেলু। তার পুরস্কারস্বরূপ এ দিন শুরুর একাদশে জায়গা পান ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে ২৩তম মিনিটে গোল পেতে পারতেন হোসেলু। কিন্তু তার হেড বাধা পায় ক্রসবারে। খানিক পর রদ্রির আরেকটি হেড একটুর জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে একচেটিয়া চাপ ধরে রেখে ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে বক্সের বাইরে শট নেন কিয়েরান টিয়েরনি। বল স্প্যানিশ ডিফেন্ডার ডেভিড গার্সিয়ার গায়ে লেগে চলে যায় ম্যাকটমিনের পায়ে। প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এবারের বাছাইয়ে দুই ম্যাচে চার গোল করলেন ম্যাকটমিনে। গত শনিবার সাইপ্রাসের বিপক্ষে ৩-০ গোলের জয়েও দুবার জালে বল পাঠান তিনি। বল দখলে পুরোটা সময়ই আধিপত্য করে স্পেন। দ্বিতীয়ার্ধে ৭৫ শতাংশেরও বেশি সময় বল পায়ে ছিল তাদের; কিন্তু প্রতিপক্ষকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। সমান মাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status