ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ফেসবুকে হা হা রি-অ্যাক্ট, প্রতিশোধ নিতে ককটেল হামলা

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

চাঁপাই নবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. জিহাদ (২০) নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে শহরের মসজিদপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার  জিহাদ পৌর এলাকার মসজিদপড়ার মহিদুল ইসলামের ছেলে। মঙ্গলবার বিকালে গ্রেপ্তার জিহাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হা হা রি-অ্যাক্ট দেয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার তারাবির নামাজের পর স্থানীয় কিশোর গ্যাং আকাশ গ্রুপ ও আশরাফ গ্রুপের ফেসবুকে হা হা রি-অ্যাক্ট দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দু’গ্রুপের সদস্যরা ধাওয়া-পাল্টাধাওয়া ও চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে পুলিশ এসে আরও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নামে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিহাদ নামে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
চাঁপাই নবাবাগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। যেখানে ১৫ জনের নাম উল্লেখসহ  আরও ২০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসগর আলী জানান, বিভিন্ন সূত্র ধরে জিহাদকে ককটেল বিস্ফোরণের ঘটনায় শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। পুলিশ জানায়, শহরের উঠতি কিশোরগ্যাং আকাশ এবং আশরাফ দু’টি গ্রুপ নিয়ন্ত্রণ করে। আশরাফ গ্রুপের সদস্য ফাহাদের ফেসবুক পোস্টে আকাশ হা হা রি-অ্যাক্ট দেয়। এরপর মাজিদ, নাজমুল ফাহাদ ককটেল এনে আতঙ্ক ছড়াতে নিমতলা মোড়ে বিস্ফোরণ ঘটায়। পরপর আটটি ককটেল  নিক্ষেপ করে তারা। এরমধ্যে চারটি  ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ এসে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করে। ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status