বাংলারজমিন
পটিয়ায় পৌর কর্তৃপক্ষের আদেশ অমান্য করে ভবন নির্মাণ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৩ মে ২০২৫, মঙ্গলবারচট্টগ্রামের পটিয়ায় পৌর প্রশাসনের আদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম গোবিন্দারখীল জামে মসজিদের পিছনে ইমারত নির্মাণ ও বিল্ডিং কোড অমান্য করে মৃত আবদুল লতিফ প্রকাশ লেদু সওদাগরের ছেলে মোহাম্মদ আলী ভবন নির্মাণ করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌরসভা নির্বাহী প্রকৌশলী দু’বার নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি নিয়মের বাইরে বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশও দেন। কিন্তু মোহাম্মদ আলী নির্দেশ অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ তোলেন। পৌরসভা নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করেন, নির্মাণকাজ বন্ধ রেখে আগামী ৫ দিনের মধ্যে অনুমোদন বহির্ভূত অংশ ভেঙে ফেলতে হবে। অন্যথাই নকশা বাতিল ও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিষয়টি নিশ্চিত করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। এলাকাবাসী বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।