বাংলারজমিন
কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১৩ মে ২০২৫, মঙ্গলবাররংপুরের কাউনিয়ায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ আলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত রোববার রাত সোয়া ১টার দিকে কাউনিয়ার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বুড়াইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় (২৭) ও একই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে বেলাল (৪০)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী শাহ আলী পরিবহনের একটি নৈশ বাস রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বুড়াইল ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত নৈশ বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।