ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

উখিয়ায় মাটিচাপা পড়ে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
mzamin

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। গতকাল ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্প ১ ডাব্লিউ সি-১৪ এর বাসিন্দা মৃত আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন, ক্যাম্প-১ ইস্ট বি ব্লকের বাসিন্দা বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর এবং ক্যাম্প-১৭ এলাকার সুলতান আহমদের পুত্র নুর কবির। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গেছে, মুহুরীপাড়া এলাকার নেছার আহমদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার একপর্যায়ে উপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত ৩ শ্রমিক মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস, সিপিপির সদস্য ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুইজনের লাশ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবর এর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status