ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিমানবন্দর প্রকল্প প্রত্যাহার না করার দাবি খুলনা নাগরিক সমাজের

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৫ মার্চ ২০২৩, শনিবার

বৃহত্তর খুলনার বাগেরহাটের ফয়লায় গৃহীত বিমানবন্দর নির্মাণ প্রকল্প প্রত্যাহার না করার দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন কর্তৃক প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রায় দুই যুগ আগে সরকারি-বেসরকারি অংশিদারিত্বের (পিপিপি) ভিত্তিত্বে বিমানবন্দর নির্মাণ প্রকল্পটি গ্রহণ করা হলেও কার্যকর বিনিয়োগকারী না পাওয়ার কথা উল্লেখ করে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় উক্ত প্রকল্পটি প্রত্যাহারের নির্দেশ প্রদান করেছে। যা এ অঞ্চলের মানুষকে মারাত্মকভাবে আশাহত করেছে। খুলনায় বিমানবন্দরটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। মোংলা বন্দর, খানজাহান আলীর মাজার, ষাটগম্বু্বজ, সুন্দরবনের পর্যটন, শিল্পনগরী খুলনার শিল্প-বাণিজ্য সচল রাখা, মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ও অর্থনৈতিক জোন কার্যকর করা ও শিল্প-বাণিজ্যে পদ্ম সেতুর সুফল ভোগ করার জন্য খুলনায় একটি বিমানবন্দর অপরিহার্য। প্রকল্পটি বাস্তবায়িত না হলে ইতিপূর্বে জমি অধিগ্রহণ এবং উন্নয়ন বাবদ ব্যয় হওয়া বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে এবং অন্যদিকে অধিগ্রহণকৃত জমি অনাবাদি-অব্যবহৃত থাকবে। উল্লেখ্য, ইতিপূর্বে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে আসার পর তথা বিপুল অংকের অর্থ ব্যয় হওয়ার পর প্রকল্পটি বাতিল করা হয়। ফলশ্রুতিতে এ অঞ্চলের শিল্প-বাণিজ্যের অগ্রগতি মারাত্মভাবে ব্যাহত হয়। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আ ফ ম মহসীন, সদস্য সচিব এডভোকেট মো. বাবুল হাওলাদার, সংগঠনের সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর প্রতিষ্ঠাতা আব্দুস সালাম শিমুল, এডভোকেট মোস্তাকুজ্জামান মুক্তা প্রমুখ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status